লকডাউন উঠলে ৫০ শতাংশ যাত্রী নিয়ে উড়বে ইন্ডিগো উড়ান, বন্ধ মিল পরিষেবা

এক সপ্তাহ আগেই কেন্দ্র জানাল ১৪ এপ্রিলের পর লকডাউনের মেয়াদ আর না বাড়ানো হলে তারপর থেকে বিভিন্ন বিমান সংস্থা দেশের মধ্যে বিমানের টিকিট বুক করা শুরু করতে পারবে।

এক সপ্তাহ আগেই কেন্দ্র জানাল ১৪ এপ্রিলের পর লকডাউনের মেয়াদ আর না বাড়ানো হলে তারপর থেকে বিভিন্ন বিমান সংস্থা দেশের মধ্যে বিমানের টিকিট বুক করা শুরু করতে পারবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২১ দিনের লকডাউন উঠলে সারা দেশজুড়েই চালু হবে ইন্ডিগোর বিমান পরিষেবা। তবে উড়ানের যাত্রী ক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়েই উড়বে উড়ান। থাকবে না খাবার দেওয়ার পরিষেবা। সংস্থার সিইও রণজয় দত্ত সংস্থার কর্মীদের ইতিমধ্যে এই কথা জানিয়েছেন বলে পিটিআই সূত্রে খবর।

Advertisment

কর্মীদের দেওয়া ইমেলে দত্ত লিখেছেন, "আমরা প্রথম থেকেই যাত্রী নিরাপত্তার ওপর জোর দিয়ে এসেছি, এবার যাত্রীদের স্বাস্থ্য নিয়েও চিন্তা করব। আরও ঘন ঘন উড়ান পরিষ্কার করা হবে। সাময়িক ভাবে মিল পরিষেবাও বন্ধ থাকবে। আপাতত ৫০ শতাংশ যাত্রীকে নিয়ে উড়বে উড়ান। ভবিষ্যতে আরও নতুন নিয়ম চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। লকডাউন কবে উঠবে তা আমরা এখনও জানিনা। কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে প্রথমে অল্প যাত্রীকে নিয়ে বিমান পরিষেবা চালু করা।

এক সপ্তাহ আগেই কেন্দ্র জানাল ১৪ এপ্রিলের পর লকডাউনের মেয়াদ আর না বাড়ানো হলে তারপর থেকে বিভিন্ন বিমান সংস্থা দেশের মধ্যে বিমানের টিকিট বুক করা শুরু করতে পারবে। শুক্রবার    এক ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই কথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি।

Advertisment

Read the full story in English

coronavirus