Advertisment

করোনা সংকট দেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলার সময়

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুনাথ রাজন সম্প্রতি এক জায়গায় বলেছেন, "ভারতে সংকটকালেই সবচেয়ে বেশি সংস্কার হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সারা দেশের অর্থনীতি কার্যত ধুকছে করোনা আবহে। কোভিড ক্ষতর গভীর প্রভাব পড়েছে সারা দুনিয়াজুড়ে। ভারতও তার ব্যতিক্রম নয়। তবে এটাই নাকি দেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলার সময়। দেশের শীর্ষ ব্যাঙ্ক আরবিআই এর এক প্রাক্তন উচ্চপদস্থ কর্তা, প্রাক্তন কেন্দ্রীয় সরকারি উচ্চ পদস্থ কর্মীর মত সেরকমই।

Advertisment

তাঁরা বলছেন এই চূড়ান্ত সংকটের সময়ে দেশের ব্যাঙ্কিং নীতি এবং কৃষিক্ষেত্রে জোর দেওয়া উচিত। বিদেশি বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে দিলে তবেই বাঁচানো যাবে দেশের অর্থনীতিকে।

আরও পড়ুন, বিশ্বজুড়ে মন্দা, দেশের আর্থিক বৃদ্ধির হার নামতে পারে ১.৬ শতাংশে

" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">

করোনা সংক্রমণ রোধ করতে দেশজুড়ে তিন সপ্তাহের লকডাউন জারি করেছে কেন্দ্র। এরপরেও বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। ইতিমধ্যে চাকরি খুইয়েছেন অনেকে। কোথাও চলছে কর্মী ছাঁটাই, কোথাও কেটে নেওয়া হচ্ছে বেতন। ১৩০ কোটির দেশে যে বড় রকম মন্দা আসতে চলেছে, তা আঁচ করছেন সব বিশেষজ্ঞই।

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুনাথ রাজন সম্প্রতি এক জায়গায় বলেছেন, "ভারতে সংকটকালেই সবচেয়ে বেশি সংস্কার হয়। আশা করছি এই সংকটের সময় আমরা প্রকৃত অনুভব করব, আমরা সামাজিক ভাবে কতোটা দুর্বল হয়ে পড়েছি, রাজনীতি, অর্থনীতি এবং স্বাস্থ্য পরিষেবার ওপর জোর দিতে হবে আমাদের।

চূড়ান্ত সংকটের সময়ে সংস্কারের নজির ভারতের আছে। ১৯৯১-৯২ সালে বেসরকারি ক্ষেত্রের ওপর থেকে সরকারি নিয়ন্ত্রণ অনেকটাই সরিয়ে নেওয়া হয়েছিল। বিদেশি বিনিয়োগের রাস্তা খুলে দিয়েই সংকট কাটানো গেছিল।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment