Advertisment

করোনা প্রকোপে ধুকছে অর্থনীতি, ক্ষতির মুখে ৫০ থেকে ৮০ শতাংশ সংস্থা

ফিকি-এর তরফে জানানো হয়েছে, "করোনা আমাদের দেশে একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতিমধ্যে ৫৩ শতাংশ ব্যবসার ওপর এর প্রভাব পড়েছে"।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনার কবলে জর্জরিত ভারতসহ গোটা দুনিয়া। বিশ্ব অর্থনীতিও সংকটের মুখে। কোভিড ১৯ এর প্রাদুর্ভাবের পর এক সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে ভারতের ৫০ শতাংশ সংস্থার কাজ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে করোনার প্রভাবে। ৮০ শতাংশ সংস্থায় কমেছে ক্যাশ ফ্লো।

Advertisment

দেশের চাহিদা এবং সরবরাহ, দুইয়ের ওপরেই নেতিবাচক প্রভাব ফেলে অর্থনীতির সামনে এক অভূতপূর্ব চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে করোনা ভাইরাস। আর্থিক বৃদ্ধির গতি ইতিমধ্যে কমতে শুরু করেছে। চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির হার ৪৭ শতাংশে এসে ঠেকেছে, যা বিগত ৬ বছরে সর্বনিম্ন।

আরও পড়ুন, করোনার জেরে সার্জিকাল মাস্ক, ভেন্টিলেটর রফতানিতে কেন্দ্রীয় নিষেধাজ্ঞা

ফিকি (ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিস)-এর তরফে জানানো হয়েছে, "করোনা আমাদের দেশে একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলেও ইতিমধ্যে ৫৩ শতাংশ ব্যবসার ওপর এর প্রভাব পড়েছে"।

"এছাড়া চাহিদা-সরবরাহ, পণ্য-পরিষেবা, ব্যবসার ওপর এর সরাসরি প্রভাব পড়ায় ক্যাশ ফ্লো( টাকার আদান প্রদান) কমে গিয়েছে। ফলে কর্মী,দের বেতন কর, ঋণ শোধ করা, সব কিছুর ওপরেই এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে"। এই চরম সংকটের সময়ে ফিকির প্রত্যাশা, "এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাঙ্কের উচিত ১০০ বেসিস পয়েন্ট পলিসি রেট কমিয়ে ভারতীয় শিল্প এবং অর্থনীতিকে মাথা তুলে দাঁড়াতে সাহায্য করা"।

Read the full story in English

New Delhi
Advertisment