Advertisment

লকডাউনে পরিষেবা বাতিলে বিপুল ক্ষতি! জিএসটি রিফান্ড দাবি করতে পারবে সংস্থা

লকডাউনের ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে অসামরিক বিমান পরিবহণের। চলতি মাসের শুরুতেই বিমান পরিবহণ সংস্থা এয়ার ডেকান অনির্দিষ্ট কালের জন্য বিমান পরিষেবা বন্ধ করে কর্মীদের বেতন দেওয়াও বন্ধ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশজুড়ে লকডাউনের জন্য বন্ধ রয়েছে রেল পরিষেবা, হোটেল পরিষেবা সহ একাধিক ক্ষেত্র। অথচ সব বুকিং বাতিল করতে বাধ্য হয়েছে ছোট বড় সংস্থাগুলো। এর ফলে ব্যবসায় যে বিপুল ক্ষতি হয়েছে তা পোষাতে কিছু বিশেষ ক্ষেত্রে জিএসটি রিফান্ড দাবি করার অনুমতি দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। ইনভয়েস জেনারেট হওয়ার পর বুকিং বাতিল হলে জিএসটি রিফান্ড দাবি করতে পারবে সংশ্লিষ্ট সংস্থা।

Advertisment

" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">

সিবিআইসি স্পষ্ট জানিয়েছে আউটপুট লায়াবিলিটি না থাকলে যার বুকিং বাতিল হল, তিনি বাড়তি কর ফেরত দাবি করতেই পারেন। আবার ঠিক একই ভাবে পরিষেবা প্রদানকারীও একই কাজ করতে পারবেন।

Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Advertisment