scorecardresearch

৪ শতাংশ অপূরণীয় ক্ষতির মুখে দেশের জিডিপি, সতর্ক করল ক্রাইসিল

ক্রাইসিলের মুখ্য অর্থনীতিবিদ ধর্মকৃতি যোশী জানিয়েছেন, সারা বিশ্বজুড়ে ২০০৮ সালে যে অর্থনৈতিক সংকট এসেছিল, কোভিড পরিস্থিতি তাকেও ছাপিয়ে গিয়েছে।

৪ শতাংশ অপূরণীয় ক্ষতির মুখে দেশের জিডিপি, সতর্ক করল ক্রাইসিল

ক্রাইসিলের সাম্প্রতিকতম গবেষণা বলছে, ভারতে কোভিড ক্ষতের প্রভাব এতটাই গাঢ় হবে, যে দেশের আর্থিক বৃদ্ধির হারে স্থায়ীভাবেই ৪ শতাংশ কমার আশঙ্কা রয়েছে। অর্থাৎ কোভিড বিপর্যয় কেটে গেলেও আর্থিক ভাবে বেশ কিছু ক্ষতি অপূরণীয়ই থেকে যাবে, যা প্রায় ৪ শতাংশ জিডিপি-এর সমান।

ক্রাইসিলের মুখ্য অর্থনীতিবিদ ধর্মকৃতি যোশী জানিয়েছেন, সারা বিশ্বজুড়ে ২০০৮ সালে যে অর্থনৈতিক সংকট এসেছিল, কোভিড পরিস্থিতি তাকেও ছাপিয়ে গিয়েছে।

তবে লকডাউন ঘোষণার পর থেকে দেশের অর্থনীতিকে ধসে পড়া থেকে বাঁচাতে যা যা পদক্ষেপ করেছে কেন্দ্র, তা পর্যাপ্ত নয় বলেই জানিয়েছে ক্রাইসিল। পরিস্থিতি সামাল দিতে ১.৭ লক্ষ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে কেন্দ্র। ক্রাইসিলের পরামর্শ বর্তমান পরিস্থিতিতে অন্তত ৩.৫ লক্ষ কোটি টাকার ব্যবস্থা না করলে বিপর্যয় মোকাবিলা করা একরকম অসম্ভব।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: Covid 19 india gdp loss crisil rating