টাটা সন্স-এর একজিকিউটিভ চেয়ারম্যান পদে ফিরছেন সাইরাস মিস্ত্রি। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের নির্দেশে (এনসিএলএটি) সাইরাস মিস্ত্রিকে পদে পুনর্বহাল করা হল। খবর সংবাদসংস্থা পিটিআই সুত্রে।
বুধবার ন্যাশনাল কোম্পানি ল অ্যাপিলেট ট্রাইব্যনালের নির্দেশে টাটা সন্স-এর একজিকিউটিভ পদে ফিরিয়ে আনা হল সাইরাস মিস্ত্রিকে। এই দিন এনসিএলএটি জানিয়েছে এর আগে সাইরাসকে সরিয়ে ওই পদে এন চন্দ্রশেখরনকে বসানোর পদক্ষেপ বেআইনি ছিল। ট্রাইব্যুনাল আরও জানিয়েছে বুধবারের নির্দেশের ঠিক ৪ সপ্তাহ পর থেকে কার্যকর হবে তা। এই সময়ের মধ্যে টাটার পক্ষ থেকে আবেদন জানানো যাবে। কোম্পানি ট্রাইব্যুনাল মুম্বই বেঞ্চে নিজের অপসারণকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন সাইরাস নিজে।
এক বছর আগেই ট্রাইবুনাল নির্দেশ দিয়েছিল, সাইরাস মিস্ত্রির মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে তাঁর শেয়ার বিক্রির জন্য বাধ্য করতে পারবে না টাটা সন্স। বুধবার সেই মামলায় সাইরাস মিস্ত্রির পক্ষেই রায় দিল ট্রাইব্যুনাল।
২০১৬ সালের অক্টোবর মাসে বোর্ড অফ দ্য গ্রুপ থেকে বহিষ্কার করা হয় সাপুরজি পালনজি গোষ্ঠীর মালিক পালনজি মিস্ত্রির পুত্র সাইরাসকে। ২০১২ সালে রতন টাটার উত্তরসূরি হিসেবে স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।
লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়রিং পাশ করে পারিবারিক নির্মাণ ক্ষেত্রের ব্যবসাতেই যোগ দিয়েছিলেন সাইরাস। তারপর টাটাতে যোগ দেন। টাটা ইন্ডাজট্রিজ, টাটা স্টিল, টাটা কেমিকালস এবং টাটা মোটরসের দায়িত্বে থেকেছেন বেশ কিছু সময়।
Read the full story in English