DA Hike: অষ্টম বেতন কমিশনের আগেই সরকারি কর্মচারীদের বিরাট উপহার, ডিএ বাড়ানোর ঘোষণা সরকারের। ঈদের আগেই কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় উপহার, মহার্ঘ্য ভাতা ২% বৃদ্ধির সিদ্ধান্ত, অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দারুন খবর, মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করল সরকার, কত বাড়ল ডিএ? প্রতিবছরই উৎসবের মরশুমে ডিএ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এ মাসের শেষেই রয়েছে খুশির ঈদ। তার আগেই খুশির খবর পেলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারির কর্মচারীদের মহার্ঘ্য ভাতা রয়েছে ৫৩ শতাংশ। চলতি বছরের মার্চে তা ২ শতাংশ বাড়ানোর পর এবার তা ৫৩ থেকে তা ৫৫ শতাংশ হয়েছে।
কেন্দ্রীয় সরকার ২৮ মার্চ, শুক্রবার মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। এর আওতায়, মহার্ঘ্য ভাতা (DA বৃদ্ধি) ২% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এর আগে কেন্দ্রের মোদী সরকার অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে, যা ২০২৬ সালে কার্যকর হবে। শেষবার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে, যার অধীনে মোট ৭% বৃদ্ধি হয়েছিল। ঈদের আগে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার ফলে প্রায় ১ কোটি কর্মচারী উপকৃত হবেন।
আপনাদের জানিয়ে রাখি যে, কেন্দ্রীয় সরকার তার অধীনস্থ কর্মচারীদের বছরে দু'বার মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করে। প্রথমটি ১ জানুয়ারি থেকে কার্যকর, আর দ্বিতীয়টি ১ জুলাই থেকে কার্যকর হয়। সাধারণত, সরকার মার্চ মাসে জানুয়ারি থেকে কার্যকর হওয়ার জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করে, অন্যদিকে জুলাই মাসে কার্যকর হওয়ার জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয় অক্টোবর মাসে অর্থাৎ দীপাবলির আশেপাশে।
এবার ১ জানুয়ারি থেকেই পরবর্তী মহার্ঘ ভাতা বৃদ্ধির সময় হয়ে গিয়েছে সেই বর্ধিত মহার্ঘ ভাতা বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা শুক্রবারই হল। এর আগে ২০২৪ সালের জুলাই মাসে, কেন্দ্রীয় সরকার ডিএ বৃদ্ধির অনুমোদন দিয়েছিল। গতবার ডিএ ৫০% থেকে বাড়িয়ে ৫৩% করা হয়েছিল। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) ২% বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এই বৃদ্ধির সাথে সাথে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ৫৩% থেকে বেড়ে ৫৫% হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। সরকার মার্চ মাসে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। এই ক্ষেত্রে, দুই মাসের বকেয়া বেতন একসাথে যোগ করে মার্চ মাসের বেতনের সাথে দেওয়া হবে।