Advertisment

Gold Rate Today: ধনতেরাসে সোনা কিনবেন? শুভ মুহূর্তে কেনাকাটার আগে জেনে নিন আজকের দরদাম

Gold Rate Today on October 29: ধনতেরাসে সোনা কেনার আগে দেখে নিন সোনার দাম, জানুন কোন সময়ে কিনলে মিলবে দেবী লক্ষ্মীর আর্শীবাদ? ধনতেরাসে, সোনা, রুপো, গহনা, গাড়ি, বাড়ি ছাড়া ঝাড়ু, পিতলের বাসন, ইলেকট্রনিক সামগ্রী ও গোটা ধনে কেনার রীতিও প্রচলিত রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Gold Rate Today: আজকে সোনার দর

Gold Rate Today: শুভ মুহূর্তে সোনার কেনার আগে দাম জেনে নিন

Gold Rate Today in India, Check 22K, 24K Gold Price in India on October 29, 2024: আজ ২৯ অক্টোবর ধনতেরাস। হিন্দু শাস্ত্র মতে, এই দিনটিকে ধনত্রয়োদশীও বলা হয়। ধন শব্দের অর্থ ধনসম্পত্তি এবং তেরাস এসেছে ত্রয়োদশী তিথি থেকে। 

Advertisment

ইতিমধ্যেই ধনতেরাসের শুভ সময় শুরু হয়ে গিয়েছে। সকাল ১০.৩৪ মিনিট থেকে ৩০ অক্টোবর বেলা ১.১৭ মিনিট পর্যন্ত রয়েছে সোনা কেনার শুভ সময়। ধনত্রয়োদশী তিথিতে কোনও ধাতু কিনলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়।

এদিকে, উৎসবের মরশুমে বেড়েই চলেছে সোনার দাম। ২১ অক্টোবর সর্বকালীন রেকর্ড উচ্চতায় পৌঁছয় সোনার দাম। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৮০ হাজার ৩৩০ টাকায় পৌঁছয়। তবে সেদিনের পর থেকে সোনার দামে কোনও হেরফের হয়নি। 

আরও পড়ুন ধনতেরাসে সোনা কেনার আগে দেখে নিন সোনার দাম, জানুন কোন সময়ে কিনলে মিলবে দেবী লক্ষ্মীর আর্শীবাদ?

বৃহস্পতিবারের পর শুক্রবার কিছুটা কমেছে দাম। ফলে ধনতেরাসের আগে হাসি ফুটেছে ক্রেতা-বিক্রেতা উভয়েরই। ধনতেরাসের বাজার মন্দা যাবে না আশাবাদী ব্যবসায়ীরা।

শুভ মুহূর্তে সোনার কেনার আগে দাম জেনে নিন-

১০ গ্রাম ২২ ক্যারাট হলমার্ক সোনার গয়নার দাম- ৭৫,১০০ টাকা

১০ গ্রাম ২৪ ক্যারাট পাকা সোনার দাম- ৭৯,০০০ টাকা

ধনতেরাসের সোনার পাশাপাশি রুপোর গয়না, বাঁট এবং কয়েন কেনারও চল রয়েছে। খুচরো রুপোর দাম বেড়েছে উৎসবের মরশুমে।

রুপো প্রতি কেজি- ৯৯,০০০ টাকা

Gold business dhanteras business-news Gold Price Today
Advertisment