Advertisment

১৪ তারিখের পরেই দেশের মধ্যে চালু হবে বিমান পরিষেবা

কেন্দ্র জানাল ১৪ এপ্রিলের পর লকডাউনের মেয়াদ আর না বাড়ানো হলে বিভিন্ন বিমান সংস্থা দেশের মধ্যে বিমানের টিকিট বুক করা শুরু করতে পারবে। ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দেশজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। পুরোপুরি বন্ধ বিমান এবং রেল পরিষেবা। ইতিমধ্যে ১৪ এপ্রিলের পর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা, তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। এই পরিস্থিতিতে কেন্দ্র জানাল ১৪ এপ্রিলের পর লকডাউনের মেয়াদ আর না বাড়ানো হলে তারপর থেকে বিভিন্ন বিমান সংস্থা দেশের মধ্যে বিমানের টিকিট বুক করা শুরু করতে পারবে। শুক্রবার    এক ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে এই কথা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরি। কেন্দ্রের এই মন্তব্যের পর প্রাইভেট বিমান সংস্থাগুলি ডোমেস্টিক ফ্লাইট ও ভারতীয় রেল ১৫ এপ্রিল থেকে টিকিট বুকিং নেওয়া শুরু করে দিয়েছে ৷

Advertisment

" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">

আরও পড়ুন, লকডাউনে লক্ষ্মীলাভ? অজান্তেই কত সাশ্রয় হয়েছে জানেন?

রেলের এক আধিকারিক জানিয়েছেন যে কেন্দ্রের তরফে ইঙ্গিত মেলার পর যে আপাতত লকডাউনের সময়সীমা বাড়ছে না টিকিট বুকিং নেওয়া শুরু করেছে ভারতীয় রেল ৷ তবে এখনই পুরোপুরি পরিষেবা চালু হবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে ৷ মনে করা হচ্ছে ধাপে ধাপে পরিষেবা স্বাভাবিক হবে ৷

বিমান সংস্থাগুলির ওয়েবসাইটেও দেখা যাচ্ছে যে ১৫ এপ্রিল থেকে বিমানের বুকিং নেওয়া হচ্ছে ৷ তবে রেল বা বিমানের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারি ভাবে কোনও তথ্য জানানো হয়নি ৷ তবে  আন্তর্জাতিক সমস্ত বিমান পরিষেবা স্থগিত রাখা হয়েছে ৷

Read the full story in English

Advertisment