অ্য়ামাজন, ফ্লিপকার্ট, স্ন্য়াপডিলের মতো ই-কমার্স সাইটগুলির জন্য় নয়া নিয়মের কথা জানাল কেন্দ্র সরকার। এবার থেকে ই-কমার্স সাইটগুলিতে আমদানিকৃত পণ্য়ের উপর সংশ্লিষ্ট দেশের নাম উল্লেখ করতে হবে, বুধবার এমনটাই দিল্লি হাইকোর্টকে জানাল কেন্দ্র সরকার।
এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি প্রতীক জালানের বেঞ্চে হলফনামা আকারে একথা জানায় কেন্দ্র সরকার। হলফনামায় কেন্দ্রের তরফে বলা হয়েছে, লিগ্য়াল মেট্রোলজি অ্য়াক্ট অ্য়ান্ড রুলস অনুযায়ী, ই-কমার্স সাইটগুলিকে দেশের নাম উল্লেখ করতে নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: মোদী সরকারের বড় সিদ্ধান্ত, সরাসরি নজরে আপনার অর্থনৈতিক লেনদেন
হলফনামা দাখিল করেছেন কেন্দ্রীয় সরকারের পরামর্শদাতা অজয় দিগপাল। হলফনামায় এও জানানো হয়েছে যে, আইন লাগুর দায়িত্ব থাকছে রাজ্য় ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপর। কোনওভাবে আইন লঙ্ঘিত হলে ব্য়বস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য়, ই-কমার্স সাইটগুলিতে যেসব পণ্য় বিক্রি হচ্ছে, সেসব পণ্য়ের উপর উৎপাদনকারী দেশের নাম যাতে লেখা হয়, সে ব্য়াপারে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হোক, এই আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলার প্রেক্ষিতে হলফনামা আকারে জবাব দেয় কেন্দ্র। জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অমিত শুক্লা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন