Advertisment

সাধারণ চাকরিতেও কী ভাবে সঞ্চয় সম্ভব, জানুন

ঋণ নেওয়ার আগে অবশ্যই সব রকম তথ্য জেনে নিন। কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। কিন্তু সময় মতো লোন শোধ করার আর্থিক সক্ষমতা থাকলে তবেই কিনুন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সদ্য চাকরি পেলে প্রথম কয়েক বছর সঞ্চয়ের দিকে মন দেওয়া হয়ে ওঠে না কম বেশি সবারই। সেটা খুব অস্বাভাবিক নয়। কিন্তু এর ফলে যখন সঞ্চয় করা শুরু করার কথা ভাবি আমরা, ততক্ষণে বেশ দেরি হয়ে গিয়েছে। পরিবারের বিশেষ কোনও দরকারে থোক টাকা খরচ হলে মাসের শেষে বন্ধুদের সঙ্গে আড্ডার পরিকল্পনাও বাতিল করতে হচ্ছে, এমনটা হামেশাই হয়। মাস মাইনে তেমন খারাপ নয়, কিন্তু সংসার খরচ যে হারে বাড়ছে, তাতে নুন আনলে পান্তা ফুরোচ্ছে, এমন সমস্যা ঘরে ঘরে।

Advertisment

কী ভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন? রইল কিছু পরামর্শ

এমারজেন্সি ফান্ড তৈরি করুন: 

সঞ্চয় ও  লগ্নির পাশাপাশি একটি এমন ফান্ড রাখুন, হঠাৎ প্রয়োজন হলে যেখান থেকে টাকা খরচ করতে পারবেন। এই কাজ করেন না বেশির ভাগ মানুষ।

আরও পড়ুন, রেকারিং, না কি ফিক্সড ডিপোজিট, কোথায় টাকা রাখবেন?

ইনসিওরেন্স করান: 

প্রথম জীবনেই যদি অন্তত দু’-একটা ইনসিওরেন্স করা যায়, তা হলে পরবর্তী কালে গিয়ে অসুবিধা হয় না।

অবসরের পরের কথা ভাবুন: 

প্রথম জীবনে প্রায় প্রত্যেকেই ভাবেন, বুড়ো বয়সের জন্য সময় আছে তো। কিন্তু, সময় কখন বয়ে যায় তা ভাবতেও পারবেন না।

ঋণের হিসেব রাখুন:

ঋণ নেওয়ার আগে অবশ্যই সব রকম তথ্য জেনে নিন। কেনাকাটার ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। কিন্তু সময় মতো লোন শোধ করার আর্থিক সক্ষমতা থাকলে তবেই কিনুন।

ভবিষ্যৎ পরিকল্পনা করুন আগে থেকেই:

 বিশেষ প্ল্যান থাকলে বাজেট মাসের শুরুতেই আলাদা রাখুন। আপনার রোজের খরচে হাত দেবেন না। উইকেন্ড প্ল্যানের জন্যে ইমার্জেন্সি ফান্ড নষ্ট করবেন না। প্রয়োজনে পরিকল্পনা বদলান। বাইরে খাওয়ার পরিকল্পনা কাটিয়ে ঘরেই আয়োজন করা যেতে পারে মাসের শেষ সপ্তাহটায়। অ্যাপ ক্যাব নেওয়ার চেয়ে সাধারণ বাস,ট্রেন, মেট্রোতে ভরসা রাখুন।

Advertisment