প্রভিডেন্ট ফান্ড থেকে অগ্রিম টাকা তুলতে কী করতে হবে?

মনে করা যাক কারোর পিএফ ব্যালেন্স ৫০ হাজার টাকা। মহার্ঘ্য ভাতা সহ তার বেতন মাসিক ১৫ হাজার। তাহলে ৩৭, ৫০০ টাকা অগ্রিম তোলা যাবে। 

মনে করা যাক কারোর পিএফ ব্যালেন্স ৫০ হাজার টাকা। মহার্ঘ্য ভাতা সহ তার বেতন মাসিক ১৫ হাজার। তাহলে ৩৭, ৫০০ টাকা অগ্রিম তোলা যাবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

PF Withdrawal COVID 19:

করোনা সংকট কাটাতে দেশজুড়ে ৩ সপ্তাহের লকডাউন জারি করা হয়েছে ভারতে। ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছেন দেশের প্রচুর মানুষ। ছাঁটাই শুরু হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থায়। এই পরিস্থিতিতে প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত রাখা টাকা অগ্রিম তোলার দরকার হতে পারে অনেকেরই।

Advertisment

কোভিড ১৯ , নামক অতিমারী রাতারাতি সারা প্থিবীকে যেন করে তুলেছে মৃত্যুপুরী। এই সংক্রামক ভাইরাসের ভয়াবহতার কথা মাথায় রেখেই কেন্দ্র ১৯৫২, ইপিএফ প্রকল্প আইন অনুযায়ী অগ্রিম টাকা তোলার ব্যবস্থা রেখেছে।

মনে করা যাক কারোর পিএফ ব্যালেন্স ৫০ হাজার টাকা। মহার্ঘ্য ভাতা সহ তার বেতন মাসিক ১৫ হাজার। তাহলে ৩৭, ৫০০ টাকা অগ্রিম তোলা যাবে।

Advertisment

কীভাবে অগ্রিম টাকার জন্য আবেদন করা যাবে
(https://unifiedportalmem.epfindia.gov.in/memberinterface) এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে

এবার অনলাইন সার্ভিস এ গিয়ে ক্লেইম-এ ক্লিক করতে হবে

আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চারটে সংখ্যা এন্টার করুন

“Proceed for Online Claim” -এখানে ক্লিক করুন

PF Advance (Form 31) from সিলেক্ট করে ড্রপ ডাউন করুন

“Outbreak of pandemic (COVID-19)” সিলেক্ট করুন

যে পরিমাণ টাকা আপনি তুলতে চান, তা উল্লেখ করে চেক এর স্ক্যান্ড কপি আপলোড করুন, আপনার ঠিকানা উল্লেখ করুন 

এবার “Get Aadhaar OTP”-তে ক্লিক করুন

মোবাইলে আসা OTP দিন

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন