Advertisment

সুদের হার কমতে পারে ইপিএফ-এ

সুদের হার কমানো হলে কয়েক লক্ষ ভারতবাসী এই অর্থবর্ষের জন্য কম রিটার্ন পাবে। ইপিএফ-এ সুদের হার ঘোষণার সময় সেই সময় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ কত সুদ দেওয়া হচ্ছে সেটাও দেখা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এমপ্লয়ি'জ প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ)-এ কমতে পারে সুদের হার। সূত্রের খবর বলছে চলতি অর্থ বর্ষে ১৫ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমতে পারে ইপিএফ-এর সুদের হার। ২০১৯-২০ অর্থ বর্ষে ইপিএফ-এ সুদের পরিমাণ ছিল ৮.৬৫ শতাংশ। তা কমিয়ে ৮.৪ শতাংশ থেকে ৮.৫ শতাংশ করার সম্ভাবনা রয়েছে। আগামী মার্চে শেষ হতে চলা অর্থ বছরেই সুদের হার কমানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisment

সুদের হার কমানো হলে কয়েক লক্ষ ভারতবাসী এই অর্থবর্ষের জন্য কম রিটার্ন পাবে। ইপিএফ-এ সুদের হার ঘোষণার সময় সেই সময় পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ কত সুদ দেওয়া হচ্ছে সেটাও দেখা হয়। বর্তমানে পিপিএফ-এ সুদের হার ৭.৯ শতাংশ। সাধারণত, প্রতি বছর জানুয়ারি মাসের শেষে সুদের হার ঘোষণা করে এপিএফও।

আরও পড়ুন, ৫ শতাংশে নামল জিডিপি বৃদ্ধির হার

২০১৮-১৯ অর্থ বর্ষে ৮৬৫ শতাংশ সুদ দেওয়ার পর ইপিএফ তহবিলে মাত্র ১৫১ কোটি টাকা বাড়তি হয়েছে। তাই ইপিএফ-এ সুদের হার অপরিবর্তিত না রেখে কমানো হবে বলেই ধরে নিচ্ছে বিশেষজ্ঞ মহল।

Advertisment