Advertisment

EPFO interest rate: চাকুরিজীবীদের জন্য সুখবর, EPF-এ সুদের হার নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের

EPFO: দুয়ারে লোকসভা ভোট। তার আগে চাকুরিজীবীদের মন জয়ের চেষ্টা মোদী সরকারের। করা হল বিরাট ঘোষণা।

author-image
IE Bangla Web Desk
New Update
EPFO interest rate hiking 8.25 percent from 8.15 percent, ইপিএফও সুদের হার ৮.২৫ শতাংশ

EPF: সুদের হারে অর্থমন্ত্রকের সম্মতির পরে, বর্ধিত হারে গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ জমা করা হবে।

EPFO Interest Rate Hike: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Employees Provident Fund) বা ইপিএফও-র সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৮.২৫ শতাংশ সুদের হার সুপারিশ করেছে। ফলে এবার থেকে পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে অতিরিক্ত টাকা। উপকৃত হবেন ৬.৮ কোটি পিএফ অ্যাকাউন্ট গ্রাহক।

Advertisment

২০২২-২৩ অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। ২০২১-২২ অর্থবর্ষে পিএফের সুদের হার ছিল ৮.১০ শতাংশ। ২০২১-২২সালে এই হার ছিল ৮.০১ শতাংশ। ২০১৯-২০ অর্থবর্ষে ইপিএফ-এ সুদ হার ছিল ৮.৫ শতাংশ। ২০২০-২১ সালে এই হারই বজায় ছিল। ২০১৫ সালে ইপিএফও-র সুদের হার ছিল ৮.৮৫ শতাংশ। এরপর থেকেই তা কমতে শুরু করে।

এই বছরের এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হতে পারে লোকসভা নির্বাচন। তার আগে শনিবার অনুষ্ঠিত সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি-র বৈঠকে ইপিএফ সুদের হার বাড়ানোর সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়। গত তিন বছরে ইপিএফ গ্রাহকদের জন্য এটাই হবে সর্বোচ্চ সুদের হার।

কনভেনশন অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এখন বর্ধিত সুদের হারের সুপারিশ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রকে পাঠাবে। সুদের হারে অর্থমন্ত্রকের সম্মতির পরে, বর্ধিত হারে গ্রাহকদের অ্যাকাউন্টে সুদ জমা করা হবে।

২০১০ সাল থেকে ইপিএফ-এ সুদের হার…

২০১০-১১- ৯.৫০%

২০১১-১২- ৮.২৫%

২০১২-১৩- ৮.৫০%

২০১৩-১৪- ৮.৭৫%

২০১৪-১৫- ৮.৭৫%

২০১৫-১৬- ৮.৮০%

২০১৬-১৭- ৮.৬৫%

২০১৮-১৯- ৮.৫৫%

২০১৯-২০-৮.৬৫%

২০২০-২১- ৮.৫%

২০২১-২২- ৮.১%

২০২২-২৩- ৮.১৫%

২০২৩-২৪- ৮.২৫%

Finance Ministry Provident Fund Modi Government EPFO
Advertisment