scorecardresearch

চাকুরিজীবীদের স্বস্তি দিয়ে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল EPFO

কত বাড়ল সুদের হার?

EPFO
বাড়ল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার

চাকুরিজীবীদের জন্য সুখবর। প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্র। তবে তা সামান্যই। ০.৫ শতাংশ সুদ বাড়াল কেন্দ্র। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ২০২২-২৩ অর্থবর্ষের জন্য বেড়ে হল ৮.১৫ শতাংশ।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) জানিয়েছে, ২০২২-২৩ সালের জন্য সুদের হার বাড়ল। মঙ্গলবার সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, EPFO চলতি বছরের জন্য প্রভিডেন্ট ফান্ড আমানতের উপর ৮.১৫ শতাংশ সুদের হার নির্ধারণ করেছে। অর্থাৎ ০.৫ শতাংশ বাড়ল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার।

পিটিআই সূত্রে খবর, EPFO-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ মঙ্গলবার বৈঠক করেছে। বৈঠকে ২০২২-২৩ অর্থবর্ষের জন্য EPF-এ সুদের হার ৮.১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিটি-র সিদ্ধান্তের পর সুদের হারের অনুমোদনের জন্য তা অর্থমন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। অর্থমন্ত্রকের মাধ্যমে কেন্দ্রীয় সরকার অনুমোদন দেওয়ার পরই EPFO সুদের হার প্রদান করে।

আরও পড়ুন হিন্ডেনবার্গ ইস্যুতে ক্ষতির জের, স্থগিত আদানিদের পেচেম প্রকল্প

গত বছর ২০২১-২২ অর্থবর্ষের জন্য EPF-এ সুদের হার ছিল ৮.১ শতাংশ। ৪৩ বছরের মধ্যে যা ছিল সর্বনিম্ন। তার আগের আর্থিক বর্ষে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করা হয়। কোভিডের জেরে মন্দার কারণে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেয় সিবিটি। যার ফলে বড়সড় কোপ পড়ে প্রায় ৫ কোটি গ্রাহকের সঞ্চয়ে।

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: Epfo recommends 8 15 interest rate on employees provident fund for 2022 23