scorecardresearch

দেশের আর্থিক বৃদ্ধির হার কমতে পারে, তিন বছরে সর্বনিম্ন হওয়ার আশঙ্কা

মঙ্গলবার সংসদে জমা পড়বে আর্থিক সমীক্ষার রিপোর্ট।

Finance Minister Nirmala Sitharaman
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

হাতে মাত্র আর একদিন। আগামীকাল, ১ ফেব্রুয়ারি সংসদে এই অর্থবর্ষের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তার আগে মঙ্গলবার সংসদে জমা পড়বে আর্থিক সমীক্ষার রিপোর্ট। কিন্তু সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রিপোর্টে কপালে চিন্তার ভাঁজ পড়তে পারে কেন্দ্রের। রিপোর্ট অনুযায়ী, দেশের জিডিপি বা আর্থিক বৃদ্ধির হার আগামী অর্থবর্ষে (২০২৩-২৪) ৬.৮ শতাংশ থেকে ৬.১ শতাংশে নেমে যেতে পারে।

কেন্দ্রের এক শীর্ষ আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা সূত্রের খবর, ২৩-২৪ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার থাকতে পারে ৬.৫ শতাংশ। যা গত তিন বছরে সর্বনিম্ন। রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ২৩-২৪ অর্থবর্ষে নমিনাল বৃদ্ধির পূর্বাভাস রয়েছে ১১ শতাংশ। এই আর্থিক সমীক্ষার রিপোর্টের মাধ্যমে কেন্দ্র গত একবছরের দেশের অর্থনীতির একটি পরিসংখ্যানগত চিত্র তুলে ধরে। অতিমারির ধাক্কা সামলে ভারতীয় অর্থনীতি খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। ব্রিটেনকে ছাপিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এখন ভারতের।

আরও পড়ুন- নামতে নামতে একেবারে ছিটকে গেলেন গৌতম আদানি, বিরাট দৌড়ে রিলায়েন্স

মূলত আর্থিক সমীক্ষার রিপোর্ট তৈরি করেছেন মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা ভি অনন্ত নাগেশ্বরণ। আর্থিক সমীক্ষায় ভারতে কর্মসংস্থানের পরিস্থিতির সামান্য উন্নতির কথা থাকার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF জানিয়েছে, আগামী অর্থবর্ষে ভারতের অর্থনীতি শ্লথ হবে। তাদের দাবি, ভারতের অর্থনীতির বৃদ্ধি হতে পারে ৬.১ শতাংশ। যা আগামী এবছর ৩১ মার্চ পর্যন্ত চলতি অর্থবর্ষে ছিল ৬.৮ শতাংশ।

আরও পড়ুন আদানি গ্রুপের শেয়ার পতনের জের, মুখ থুবড়ে পড়ল LIC, বড় ক্ষতির মুখে SBI সহ একাধিক ব্যাঙ্ক

আজ মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। যৌথ কক্ষে রাষ্ট্রপতির অনুমতি নিয়ে আর্থিক সমীক্ষার রিপোর্ট পড়বেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর পর আগামীকাল, ১ ফেব্রুয়ারি পেশ হবে আগামী অর্থবর্ষের বাজেট।

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: Expecting slowdown in indian economy to 6 1 in 2023 from 68 in 2022 says imf