চলতি বছরের ডিসেম্বরে লাগাতার ব্যাঙ্ক ধর্মঘটের আশঙ্কা মাথা চাড়া দিয়েছে। ৪ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ব্যাঙ্ক ধর্মঘট হতে পারে। জানা গিয়েছে, অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই ধর্মঘটের বিষয়ে জানানো হয়েছে। তবে, সব ব্যাঙ্ক একসঙ্গে বন্ধ থাকবে না বলেই খবর। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে স্থায়ী কর্মী নিয়োগের প্রক্রিয়া বন্ধ। এতদিন আবেদন-নিবেদনে কাজ হয়নি। তাই এবার দাবি আদায়ে চরম পন্থাই বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। ব্যাঙ্কিং ক্ষেত্রে আউটসোর্সিং নিষিদ্ধ করারও দাবি জানানো হয়েছে।
কোন ব্যাঙ্কের কাজ কবে বন্ধ?
- ৪ ডিসেম্বর, ২০২৩- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক
- ৫ ডিসেম্বর, ২০২৩- ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
- ৬ ডিসেম্বর, ২০২৩- কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
- ৭ ডিসেম্বর, ২০২৩- ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং ইউকো ব্যাঙ্ক
- ৮ ডিসেম্বর, ২০২৩- ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র
- ৯ এবং ১০ ডিসেম্বর যথাক্রমে শনি ও রবিবার। এই দু'দিন এমনিতেই ব্যাঙ্কে সাপ্তাহিক ছুটি থাকে।
- ১১ ডিসেম্বর, ২০২৩- সোমবার সব বেসরকারি ব্যাঙ্কে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
টানা এই ব্যাঙ্ক ধর্মঘটের জেরে সমস্যায় পড়বেন সহ ধরণের গ্রাহক। যা নিয়ে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে ব্যাঙ্ক কর্মী সংগঠনের তরফে।
আরও পড়ুন- লুটোপুটি করা সুখবর, লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন এবার আরও সহজে