ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) ফাইল করার ফর্ম হলো সেই নথি, যাতে আপনার আয় ব্যয়ের হিসেব ভরে আয়কর বিভাগে জমা দেন আপনি। এখন পর্যন্ত আয়কর বিভাগের নির্দেশ অনুযায়ী প্রকাশিত হয়েছে ফর্ম ITR 1, ITR 2, ITR 3, ITR 4, ITR 5, ITR 6 এবং ITR 7। প্রত্যেক করদাতাকে নির্ধারিত সময়সীমার মধ্যে কর জমা করতে হবে। ২০১৯-২০ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অগাস্ট।
ভারতে আয়কর জমা দেওয়ার নির্ণায়ক কী কী?
নীচে দেওয়া শর্তাবলী প্রযোজ্য হলেই ভারতে আয়কর রিটার্ন জমা দিতে হবে:
১। যদি আপনার মোট বার্ষিক আয় হয়:
২.৫ লক্ষ টাকা (৬০ বছরের কম বয়সীদের জন্য)
৩ লক্ষ টাকা (৬০ থেকে ৮০ বছর বয়সীদের জন্য)
৫ লক্ষ টাকা (৮০ বছরের বেশি বয়স হলে)
২। যদি আপনার একের বেশি আয়ের উৎস থাকে, যেমন বাড়ি, ক্যাপিটাল গেইনস ইত্যাদি
৩। যদি আপনি আয়কর বিভাগের কাছ থেকে ট্যাক্স রিফান্ড পেতে আগ্রহী
৪। চলতি আর্থিক বর্ষে যদি আপনি বিদেশী কোনও সম্পদ থেকে আয় করে থাকেন বা তাতে বিনিয়োগ করে থাকেন
৫। যদি আপনি ভিসা অথবা ঋণের জন্য আবেদন করতে চান
৬। করদাতা যদি কোনও সংস্থা বা ফার্ম হয়, লাভ-লোকসান নির্বিশেষে
ITR ফর্ম কয় প্রকার?
নীচে দেওয়া রইল বিভিন্ন ITR ফর্মের তালিকা
ITR 1/Sahaj
এই ফর্মটি নিবাসী ভারতীয় একক করদাতার ক্ষেত্রে প্রযোজ্য, যাঁর চলতি করবর্ষে মোট আয়ের মধ্যে থাকবে নিম্নলিখিত এক বা একাধিক উৎস:
১। বেতন বা পেন্সন থেকে আয়
২। অন্তত একটি বাড়ি থেকে আয় (যদি না বিগত বছরের লোকসান এ বছরের সঙ্গে জুড়ে দেওয়া হয়)
৩। অন্যান্য খাতে আয় (লটারি এবং রেসের ঘোড়া থেকে আয় বাদে)
৪। পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষিজনিত আয়
ITR-2
ITR 2 হলো একক অথবা অবিভক্ত হিন্দু পরিবারের (HUF) ব্যবহারের জন্য, যাঁদের ২০১৮-১৯ করবর্ষের মোট আয়ের মধ্যে পড়ে:
১। বেতন অথবা পেন্সন থেকে আয়
২। অন্তত একটি বাড়ি থেকে আয়
৩। অন্যান্য খাতে আয় (এর মধ্যে পড়বে লটারি এবং রেসের ঘোড়া থেকে আয়, যদি তা ৫০ লক্ষ টাকার বেশি হয়)
৪। যদি আপনি এককভাবে কোনও সংস্থার ডিরেক্টর হন
৫। করবর্ষ চলাকালীন কোনও আনলিস্টেড ইকুইটি শেয়ারে যদি আপনি বিনিয়োগ করে থাকেন
৬। যদি আপনি নিবাসী হলেও সাধারণভাবে নিবাসী না হন অথবা প্রবাসী হন (RNOR and non-resident)
৭। ক্যাপিটাল গেইনস থেকে আয় অথবা বিদেশী সম্পদ/আয়
৮। পাঁচ হাজার টাকার বেশি কৃষিজনিত আয়
এছাড়াও কোনও দ্বিতীয় ব্যক্তি যেমন আপনার স্বামী/স্ত্রী, সন্তান, ইত্যাদির ক্ষেত্রে তাঁদের আয় আপনার আয়ের সঙ্গেই যোগ হবে, এবং ওপরে দেওয়া শর্তাবলী প্রযোজ্য হলে এই রিটার্ন ফরমেই কর জমা দেওয়া যাবে।
ITR-3
বর্তমানে ITR 3 ফর্মটি এমন কোনও একক করদাতা অথবা অবিভক্ত হিন্দু পরিবার ব্যবহার করতে পারেন, যাঁদের মালিকানাধীন ব্যবসা থেকে আয় হয় অথবা যাঁরা কোনও পেশায় নিযুক্ত রয়েছেন। নিম্নলিখিত খাত থেকে আয় হলে এই ফর্মে রিটার্ন ভরতে পারেন:
১। কোনও ব্যবসা বা পেশা থাকলে
২। যদি আপনি এককভাবে কোনও সংস্থার ডিরেক্টর হন
৩। করবর্ষ চলাকালীন কোনও আনলিস্টেড ইকুইটি শেয়ারে যদি আপনি বিনিয়োগ করে থাকেন
৪। বাড়ি, বেতন/পেন্সন, এবং অন্যান্য খাতে আয়
৫। কোনও সংস্থায় পার্টনার হিসেবে আয়
ITR-4/Sugam
বর্তমানে ITR 4 একক করদাতা এবং HUF, ও সেইসব পার্টনারশিপ সংস্থা (LLP বাদে) যেগুলি এদেশে ব্যবসা বা অন্যান্য পেশা থেক আয় করে, তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য।
এছাড়াও এর আওতায় পড়েন তাঁরা, যাঁরা Section 44AD, Section 44ADA এবং Section 44AE-র অধীনে presumptive income scheme বা আনুমানিক আয় পরিকল্পনা বেছে নিয়েছেন। তবে ব্যবসার আয় যদি দু কোটি টাকার বেশি হয়, তাহলে ITR-3 ফর্মের মাধ্যমে কর জমা হবে।
ITR-5
ITR 5 ব্যবহার করতে পারে কোনও ফার্ম, LLP (লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ), AOP (অ্যাসোসিয়েশন অফ পার্সনস), BOI (বডি অফ ইন্ডিভিজুয়ালস), AJP (আর্টিফিশিয়াল জুরিডিকাল পার্সন), কোনও মৃত ব্যক্তির এস্টেট, কোনও দেউলিয়া ব্যক্তির এস্টেট, ব্যবসায়িক ট্রাস্ট, এবং ইনভেস্টমেন্ট ফান্ড।
ITR-6
এই ফর্মটি ব্যবহার করবে সেইসব সংস্থা যারা section 11 (দাতব্য অথবা ধর্মীয় সম্পত্তি থেকে আয়)-এর আওতায় পড়ে না। এই রিটার্ন শুধুমাত্র ডিজিটাল মাধ্যমেই জমা করা যাবে।
ITR-7
এই ফর্মটি সেইসব ব্যক্তি অথবা সংস্থার ব্যবহারের জন্য, যাঁরা section 139(4A), 139(4B), 139(4C), 139(4D), 139(4E) অথবা 139(4F)-এর অধীনে রিটার্ন জমা করবেন।
অনুচ্ছেদ নং 139(4A)-র আওতায় পড়বে সম্পূর্ণ অথবা আংশিকভাবে দাতব্য অথবা ধর্মীয় উদ্দেশ্যে গঠিত ট্রাস্ট বা অন্যান্য আইন-অনুমোদিত সংগঠন থেকে আয়
অনুচ্ছেদ নং 139(4B)-র আওতায় পড়বে এমন কোনও রাজনৈতিক দল, যাদের মোট আয় অনুচ্ছেদ নং 139A'র বিধান মোতাবেক আয়কর ছাড়ের সর্বোচ্চ আয়ের মাত্রা অতিক্রম করেছে
অনুচ্ছেদ নং 139(4C)-র আওতায় কর জমা করবে -
বিজ্ঞান গবেষণা সংস্থা;
সংবাদ সংস্থা;
অনুচ্ছেদ নং 10(23A)10(23A)-তে উল্লিখিত কোনও সংস্থা;
অনুচ্ছেদ নং 10(23B)-তে উল্লিখিত প্রতিষ্ঠান;
কোনও তহবিল অথবা প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, বা হাসপাতাল বা অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠান
অনুচ্ছেদ নং 139(4D)-র আওতায় পড়বে সেইসব প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, যাদের ক্ষেত্রে আয় বা লোকসানের রিটার্ন এই অনুচ্ছেদের অন্য কোনও বিধানের অধীনে জমা হবে না
অনুচ্ছেদ নং 139(4E)-র আওতায় রিটার্ন জমা করবে সেইসব ব্যবসায়িক ট্রাস্ট যাদের ক্ষেত্রে আয় বা লোকসানের রিটার্ন এই অনুচ্ছেদের অন্য কোনও বিধানের অধীনে জমা হবে না