দেশ জুড়ে পরিকাঠামো খাতে ১০২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার দুপুরে নয়া দিল্লির এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণের সঙ্গে সঙ্গতি রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
চলতি বছরের ১৫ অগাস্টের ভাষণে প্রধানমন্ত্রী মোদী পরিকাঠামো খাতে ১০০ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
আরও পড়ুন, ধ্বংসের মুখ থেকে অর্থনীতির হাল ফিরিয়েছে সরকার, দাবি মোদীর
বছরের শেষে এনডিএ সরকার কী কী কাজ করেছে, সেই আলোচনা প্রসঙ্গে নির্মলা সীতারামণ বললেন, চার মাসের মধ্যে ৭০ জন অংশীদারের সঙ্গে আলাপ আলোচনার পর কেন্দ্র সিদ্ধান্তে আসে পরিকাঠামো খাতে ১০২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ সম্ভব।
২০১৯ এর সেপ্টেম্বরে কেন্দ্র থেকে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এদের কাজ আগামী ৫ বছরে দেশের যাবতীয় সম্ভাব্য প্রকল্প তদারকি করা। এই টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন অর্থনীতি বিষয়ক সচিব।
আরও পড়ুন, দেশীয় সংস্থাগুলোর জন্য কর্পোরেট কর কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের
অদূর ভবিষ্যতেই কেন্দ্র, রাজ্য এবং বেসরকারি বিনিয়োগ সংস্থার মধ্যে সমন্বয়, পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য 'ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন' তৈরির ভাবনাও রয়েছে কেন্দ্রীয় সরকারের।
পরিকাঠামো খাতে বিপুল বিনিয়োগের এই খবরে দেশের কর্ম সংস্থানের বাজার প্রসারিত হওয়ার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।