Advertisment

মমতার অভিযোগেই সিলমোহর সীতারামনের, জিএসটির বকেয়া মেটাবে কেন্দ্র

জিএসটির পাঁচ বছরের বকেয়া মেটানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Nirmala_Sitharaman

কেন্দ্রীয় অর্থমন্ত্রী

শেষ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগেই সিলমোহর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে যাচ্ছিলেন, জিএসটি ক্ষতিপূরণের অর্থ দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। শনিবার, ৪৯তম জিএসটি কাউন্সিলের বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়ে দেন, এই ক্ষতিপূরণ মেটানো হবে। জিএসটির বকেয়া ১৬,৯৮২ কোটি টাকা কেন্দ্রীয় সরকার ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলোকে মিটিয়ে দেবে।

Advertisment

বৈঠক শেষে নির্মলা সীতারামন বলেন, 'আমরা ঘোষণা করছি যে জিএসটির বকেয়া সম্পূর্ণ অর্থ আজকেই মিটিয়ে দেওয়া হবে।' একইসঙ্গে অবশ্য তিনি জানিয়েছেন, এই অর্থ জিএসটির ক্ষতিপূরণ তহবিল থেকে দেওয়া হবে না। কেন্দ্রীয় সরকার তার নিজস্ব তহবিল থেকে এই বকেয়া অর্থ মিটিয়ে দেবে। শুধু তাই নয়, পাঁচ বছরের বকেয়া পরিশোধের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

ঠিক পাঁচ বছর আগে ২০১৭ সালে কেন্দ্রীয় সরকার চালু করেছিল জিএসটি বা পণ্য পরিষেবা কর। এই কিন্তু, দেখা যায় যে নতুন আইন অনুযায়ী, রাজ্যগুলোর প্রাপ্য শুল্কের একটা বড় অংক সরাসরি কেন্দ্রের কাছে চলে যাচ্ছে। এনিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দেখাদেখি তামিলনাড়ু-সহ একাধিক রাজ্য সরব হয় কেন্দ্রের বিরুদ্ধে। অভিযোগ ওঠে, অবিজেপি রাজনৈতিক দলগুলোর শাসিত রাজ্য বঞ্চিত হচ্ছে। ওই রাজ্যগুলোকে জিএসটি ক্ষতিপূরণের প্রাপ্য অর্থ মেটাচ্ছে না মোদী সরকার।

আরও পড়ুন- পথের কাঁটা উদ্ধব কোণঠাসা, আনন্দে লাফাচ্ছেন ফড়নবিশরা

এরপরই শনিবারের বৈঠকে এনিয়ে ঘোষণা করতে শোনা গেল সীতারামনকে। শুধু জিএসটির বকেয়া শোধই নয়। শনিবারের সাংবাদিক বৈঠকে জিএসটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি দাবিও মেনে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় সরকার একের পর এক পণ্যের ওপর জিএসটি চাপানোয় বিরোধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার দেখা গেল, বেশ কিছু পণ্যের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করা হয়েছে অথবা জিএসটি কমানো হয়েছে। যেমন, গুড়জাতীয় পণ্যের ওপর থেকে জিএসটি প্রত্যাহার করেছে কেন্দ্র। আগে এই জাতীয় খাবারের ওপর ১৮ শতাংশ জিএসটি চাপিয়েছিল মোদী সরকার।

Read full story in English

Mamata Banerjee GST Council Nirmala Sitharaman
Advertisment