প্যান কার্ডের ঠিকানা বদলে গেলেও গ্রাহকের প্যান কার্ড বৈধ থাকে জীবনভর। দেশের প্রায় সমস্ত আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক। যদি কোনো গ্রাহকের প্যান কার্ড না থাকে, সে ক্ষেত্রে ফর্ম ৬০ দিয়ে তা আলাদা করে জানান দিতে হবে।
দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক?
১) যদি আপনি মোটরচালিত যান কিনতে চান
২) ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে
৩) ডেবিট অথবা ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে
৪) ডিম্যাট অ্যাকাউন্ট খোলার সময়
আরও পড়ুন, প্যান কার্ডের ঠিকানা বদলাবেন কী ভাবে?
৫) হোটেল কিমবা রেস্তোরাঁয় নগদে ৫০ হাজার টাকার বেশি বিল মেটাতে হলে
৬) বিদেশে ঘুরতে গেলে নগদে ৫০ হাজার টাকার বেশি বিল মেটাতে
৭) ৫০ হাজার টাকার বেশি অংকের
৮) ৫০ হাজার টাকা নগদ ব্যাঙ্কে ডিপোজিট দিতে হলে
আরও পড়ুন, ব্যাঙ্ক অথবা পেটিএমের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাতিল করতে কী করবেন?
৯) গ্রাহকের একটি ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৫০ হাজারের বেশি হলে, অথবা সারা বছরে ফিক্সড ডিপোজিটের পরিমাণ ৫ লক্ষ টাকার বেশি হলে
১০) জীবন বিমায় এক বছরে ৫০ হাজার টাকার বেশি প্রিমিয়াম দিতে হলে
১১) শেয়ার ছাড়া অন্যান্য সিকিউরিটি কিনতে হলে একেক বারে ১ লক্ষ টাকার লেনদেনের ক্ষেত্রে
১২) স্টক এক্সচেঞ্জ দ্বারা অনুমোদিত নয়, এমন কোম্পানি শেয়ার কেনার ক্ষেত্রে ১ লক্ষ টাকার বেশি লেনদেনের জন্য
১৩) ১০ লক্ষ টাকার ওপরে কোনও স্থাবর সম্পত্তি কেনার জন্য
১৪) ওপরে উল্লেখ নেই, এমন যে কোনও পণ্য অথবা পরিষেবা কেনার জন্য ২ লক্ষ টাকার বেশি আর্থিক লেনদেনের ক্ষেত্রে