Advertisment

অঙ্কের মাস্টার বইজু এখন দেশের সেরা ধনীর তালিকায়

সেরা ধনীর তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। সম্পত্তির পরিমাণ ৩৬.৮ বিলিয়ন মার্কিন ডলার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিশ্বজুড়ে করোনার প্রকোপে ব্যবসা ক্রমশ নিম্নমুখী। ব্যবসার অঙ্ক পড়েছে কম বেশি সব বিলিয়নেয়ারেরই। ফোর্বস পত্রিকা বলছে ২০২০ সালে বিশ্বের সমস্ত বিলিয়নেয়ারদের মোট সম্পত্তির পরিমাণ ৮.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার থেকে কমে ৮ ট্রিলিয়ন মার্কিন ডলারে নেমেছে।

Advertisment

২০১৯ এ সারা দেশে বিলিয়নেয়ারের সংখ্যা ছিল ১০৬। ২০২০ এর করোনা আবহে তা এসে দাঁড়িয়েছে ১০২ এ। তাঁদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ এসে ঠেকেছে ৩১৩ বিলিয়ন মার্কিন ডলার।

এবার দেশের সবচেয়ে ধনীর তালিকায় উঠে এসেছে এক সময়ের অঙ্কের মাস্টার বইজু রবীন্দ্রনের নাম। তালিকায় সেই কনিষ্ঠতম। এডুকেশন টেক সংস্থা বইজু'স এর প্রতিষ্ঠাতার সম্পত্তির পরিমাণ ১.৮ বিলিয়ন মার্কিন ডলার। সম্প্রতি ফেসবুকের মার্ক জুকারবার্গ, এবং চিনের টেনসেন্টে সংস্থা বইজুর সংস্থায় বিনিয়োগ করেছে।

সেরা ধনীর তালিকায় একেবারে শীর্ষে রয়েছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। সম্পত্তির পরিমাণ ৩৬.৮ বিলিয়ন মার্কিন ডলার। দু'নম্বরে রয়েছে ডিমার্ট সুপারমার্কেট চেইনের রাধাকিষন দামানি। সম্পত্তির পরিমাণ ১৩.৮ বিলিয়ন মার্কিন ডলার। তিন নম্বরে এইচসিএল গোষ্ঠীর প্রতিষ্ঠাতা শিব নদর। সম্পত্তির পরিমাণ ১১.৯ বিলিয়ন মার্কিন ডলার।

indian economy
Advertisment