Advertisment

Foreign Trade Policy 2023-28: নতুন বৈদেশিক বাণিজ্য নীতি চালু , ২০৩০ সালের মধ্যে ২ ট্রিলিয়ন রপ্তানির লক্ষ্যমাত্রা....!

মন্থর বিশ্ব বাণিজ্যে গতি আনার পাশাপাশি ভারতের পণ্য রপ্তানি বাড়াতে কেন্দ্রীয় সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
foreign trade policy, foreign trade policy 2023, india new FTP, new foreign trade policy, trade policy, piyush goyal, new foreign trade policy, commerce ministry, foreign trade policy news, india's new foreign trade policy"

মন্থর বিশ্ব বাণিজ্যের মধ্যে ভারতের পণ্য রপ্তানি বাড়াতে কেন্দ্রীয় সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে।

শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েল বৈদেশিক বাণিজ্য নীতি উন্মোচন করেছেন। আগামী ১ এপ্রিল থেকে এই নতুন বৈদেশিক বাণিজ্য নীতি কার্যকর হবে। এ সময় সরকার জানিয়েছে, জিডিপি হার হবে ৭ শতাংশ। এই নীতির লক্ষ্য আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ভারতের অগ্রণী স্থান এবং ভারতকে ২ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসাবে গড়ে তোলা। একই সময়ে, চলতি অর্থবর্ষে রপ্তানির পরিমাণ ৭৬০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা। মন্থর বিশ্ব বাণিজ্যের মধ্যে ভারতের পণ্য রপ্তানি বাড়াতে কেন্দ্রীয় সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে।

Advertisment

গত পাঁচ বছরের নীতিটি ১লা এপ্রিল, ২০১৫ থেকে কার্যকর হয়েছিল। তবে, করোনাভাইরাস প্রাদুর্ভাব এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার কারণে ২০২৩সালে ৩১ শে মার্চ পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়েছিল। পাশাপাশি ভারতীয় টাকাকে বৈদেশিক বিনিময় মুদ্রায় রুপান্তরিত করার কথাও বলেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

বিশ্ব বাণিজ্যের মন্থর গতির মধ্যে রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ভারত শুক্রবার তার বহু প্রতীক্ষিত নতুন বৈদেশিক বাণিজ্য নীতি-২০২৩-২০২৪ প্রকাশ করেছে। নতুন বৈদেশিক বাণিজ্য নীতি ঘোষণা করেছে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল।

নতুন বাণিজ্য নীতি অনুসারে ২০৩০ সালের মধ্যে ভারতের পণ্য ও পরিষেবা রপ্তানি ২ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলেই আশা কেন্দ্রের। এর জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। নতুন নীতিতে বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে রপ্তানি উন্নয়নের ব্যবস্থাও থাকতে পারে। করোনার কারণে তিন বছর পর সামনে এসেছে নতুন বৈদেশিক বাণিজ্য নীতি। প্রতিটি জেলায় রপ্তানি হাব করার পাশাপাশি রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি জেলায় রপ্তানি উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে ই-কমার্স, নতুন এক্সপোর্ট হাব তৈরি করা হবে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন চলতি আর্থিক বছরে ৭৬০ থেকে ৭৭০ বিলিয়ন ডলারের পন্য রপ্তানি হতে পারে। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে রপ্তানির এই সংখ্যা দুই ট্রিলিয়ন ডলারের বেশি উন্নীত করা। নতুন বাণিজ্য নীতি আগামী ১লা এপ্রিল থেকে কার্যকর করা হবে। এই নীতির উদ্দেশ্য হল বৈদেশিক বাণিজ্যর পরিমাণ বাড়ানো। জনগণের আয় বাড়াতে হবে এবং মুদ্রাস্ফীতি কমাতে বৈদেশিক বাণিজ্য বাড়ানো একান্তই জরুরি। এখন নতুন বৈদেশিক বাণিজ্য নীতি সামনে এনেছে মোদী সরকার।

শুক্রবার সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বৈদেশিক বাণিজ্য নীতি পেশ করেন। এই নীতি আগামী ১লা এপ্রিল থেকে প্রযোজ্য হবে। সংবাদ সম্মেলনে সরকার জানিয়েছে, নতুন নীতিতে জিডিপি হার ৭ শতাংশ পর্যন্ত ধরা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এ বছর ৭৬০ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি হতে পারে।

Trade Foreign Minister
Advertisment