প্রজাতন্ত্র দিবসে গগনচুম্বী পেট্রোল-ডিজেলের দাম, লিটারে বাড়ল ৩৫ পয়সা

দিল্লিতে ৮৬ টাকা লিটারপিছু পেট্রোল, ডিজেল আশি ছুঁইছুঁই।

দিল্লিতে ৮৬ টাকা লিটারপিছু পেট্রোল, ডিজেল আশি ছুঁইছুঁই।

author-image
IE Bangla Web Desk
New Update

দেশ যখন ৭২তম প্রজাতন্ত্র দিবস (Republic day) উদযাপনে মশগুল, তখন মূল্যবৃদ্ধির আশঙ্কা জিইয়ে বাড়ল পেট্রো-ডিজেলের দাম। গত এক বছরের তুলনায় সবচেয়ে বাড়ল লিটারপিছু জ্বালানির (Fuel Price) দাম। দিল্লিতে ৮৬ টাকা লিটারপিছু পেট্রোল, ডিজেল আশি ছুঁইছুঁই।

Advertisment

জানা গিয়েছে, লিটারে ৩৫ পয়সা বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। মুম্বইতে প্রতি লিটার ডিজেল (Diesel) ৮৩ টাকা। তেল সংস্থাগুলো সূত্রে এমনটাই খবর। পেট্রোলিয়াম মন্ত্রক সূত্রে খবর, গত এক সপ্তাহে গড়ে প্রায় এক টাকার বেশি বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম।

আরও পড়ুন বাজেট ঘোষণার দিন সংসদ ভবন অভিযান কৃষকদের

Advertisment

এদিকে, অবিলম্বে জ্বালানির দাম কমাতে শুল্ক কমানোর আবেদন জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। গত সপ্তাহে সৌদি আরবকে কাঠগড়ায় তুলে জ্বালানির দামবৃদ্ধির যুক্তি খাড়া করেছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী। জানা গিয়েছে, ৬ জানুয়ারির পর থেকে প্রায় দু'টাকার বেশি বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। ফলে, ফের একবার দাম মূল্যায়ন করে নতুন সূচি বের করতে হয়েছে তেল সরবরাহকারী সংস্থাগুলোকে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

petrol diesel price Republic Day Fuel