ব্য়বসায় হাতবদল হতে চলেছে। ফিউচার এন্টারপ্রাইজ লিমিটেডের রিটেল ব্য়বসা এবার যাচ্ছে মুকেশ আম্বানির হাতে। সব ঠিক থাকলে শনিবার মুকেশের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নিজেদের রিটেল ব্য়বসা বিক্রি করার বিষয়টি চূড়ান্ত করবে ফিউচার গোষ্ঠী। কয়েকমাস ধরে এ ব্য়াপারে 'ডিল' করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্য়ম সূত্রে জানা যাচ্ছে, চুক্তির মূল্য় প্রায় ৩.৯২-৪.০৬ বিলিয়ন ডলার।
ফিউচার গোষ্ঠীর সমস্ত ধার-দেনা মিটিয়ে দেবে রিলায়েন্স। 'আধুনিক খুচরো বিক্রির জনক' কিশোর বিয়ানির ফিউচার গোষ্ঠীর হাতে রয়েছে বিগ বাজার, ফুডহল, ব্র্য়ান্ড ফ্য়াক্টরির মতো জনপ্রিয় দোকান।
আরও পড়ুন: জিএসটি ঘাটতি: কেন্দ্র করোনাকে দায়ী করলেও ক্ষতিপূরণদানে গত এক বছর ধরেই স্থবিরতা
জানা গিয়েছে, ৫টি সংস্থাকে মিশিয়ে ফিউচার এন্টারপ্রাইজ তৈরি করা হবে। তারপর সেটিকে রিলায়েন্সের হাতে বিক্রি করা হবে। যদিও এখনও এ ব্য়াপারে কোনও মন্তব্য় মেলেনি ফিউচার গোষ্ঠী ও রিলায়েন্সের তরফে। চলতি সপ্তাহের আগে ফিউচার এন্টারপ্রাইজের তরফে জানানো হয়েছে, শনিবার এ ব্য়াপারে প্রস্তাব বিবেচনা করা হবে।
উল্লেখ্য়, নিজেদের ব্য়বসায় রীতিমতো বৈচিত্র আনছে মুকেশ আম্বানির রিলায়েন্স। সেইসঙ্গে রিটেল ব্য়বসাও বাড়াচ্ছে মুকেশের সংস্থা। গত মে মাসেই অ্য়ামাজন ও ফ্লিপকার্টকে টেক্কা দিতে অনলাইন মুদি পরিষেবা জিওমার্টের সূচনা করেছেন আম্বানি। সেইসঙ্গে ই-কমার্স ব্য়বসার ভিত মজবুত করার লক্ষ্য়ে অনলাইন ফার্নিচার সংস্থা আর্বান ল্য়াডার ও মিল্ক ডেলিভারি স্টার্টআপ মিল্কবাস্কেট কেনা নিয়ে আলোচনা চালাচ্ছে মুকেশের রিলায়েন্স।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন