Gold Rate Today in India, Check 18k, 22K, 24K Gold Price in Kolkata on December 5, 2024: বিয়ের মরশুমে ফের বাড়ল সোনার দাম। সপ্তাহের শুরুতে কিছুটা দাম কমলেও ফের বাড়ল সোনা-রুপোর দাম। নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে বিয়ের মরশুম থাকে। এই সময়ে ঊর্ধ্বমুখীই থাকে সোমা-রুপোর দাম (Gold-Silver Price Today)। ফলে এই সময়ে সোনা-রুপো কিনতে গেলে খরচ বেশি পড়ে। আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবারে সোনার দাম প্রতি গ্রামে আরও বেড়ে গেল। রুপোর দামও আজ খানিক বেড়ে গিয়েছে কলকাতায়। জেনে নিন আজ সোনা-রুপোর দাম কত।
বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরার চল রয়েছে। এমনকী সোনার গয়না উপহার দেওয়ার রীতিও রয়েছে। উৎসবে-অনুষ্ঠানে সোনাকে শুভ বলে মনে করা হয়। অনেক সময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই।
সবথেকে দামি হল ২৪ ক্যারেটের সোনা। তবে এই সোনা হল পাকা সোনা। বাঁট এবং কয়েন তৈরি হয় এই সোনা দিয়ে। গয়নার সোনা হল ২২ ক্যারেটের। সোনায় যত খাদ মেশানো হয় তত ক্যারেট কমবে। এর পর ১৮ এবং ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
আরও পড়ুন ডিসেম্বরের শুরুতে সোনা-রুপোর দামে স্বস্তি, আজ কলকাতায় কত দর জেনে নিন
২৪ ক্যারেট পাকা সোনার দাম (Fine Gold 995)- ১ গ্রাম ৭,৭৮৯ টাকা (১১ টাকা বেড়েছে)
২২ ক্যারেট গয়নার সোনা (কিনতে গেলে)- ১ গ্রামের দাম ৭,১৪০ টাকা (১০ টাকা বেড়েছে)
২২ ক্যারেট গয়নার সোনা (বেচতে গেলে)- ১ গ্রামের দাম ৬৯৬২ টাকা
১৮ ক্যারেট সোনা- ১ গ্রামের দাম ৫,৮৪২ টাকা (৮ টাকা বেড়েছে)
রুপো (999)- ১ কেজির দাম ৯২,০০০ টাকা (১০০০ টাকা বেড়েছে)
* সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।