Advertisment

Gold Rate Today: এক সপ্তাহেই এত দাম বাড়ল সোনা-রুপোর? আজ কলকাতায় কত দর জেনে নিন

Gold Rate Today on November 24, 2024: এক সপ্তাহে এক ধাক্কায় ৩ হাজার টাকা বেড়ে গিয়েছে সোনার দাম। সোনায় বিনিয়োগ করতে চাইলে বা সোনার গয়না গড়াতে চাইলে এখন অনেকটাই বেশি খরচ হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Gold Rate Today: আজ কলকাতায় সোনা-রুপোর দর কত জেনে নিন

Gold Rate Today: আজ কলকাতায় সোনা-রুপোর দর কত জেনে নিন

Gold Rate Today in India, Check 18k, 22K, 24K Gold Price in Kolkata on November 24, 2024: উৎসবের মরশুমে হু হু করে কমেছিল সোনার দাম। কিন্তু বিয়ের মরশুমে বদলে গেল ছবিটা। বেড়েই চলেছে হলুদ ধাতুর দাম। এমন পরিস্থিতি যে ক্রমশ মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে সোনার দাম। বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় রীতিমতো চিন্তার ভাঁজ কপালে ব্যবসায়ীদের। 

Advertisment

এক সপ্তাহে এক ধাক্কায় ৩ হাজার টাকা বেড়ে গিয়েছে সোনার দাম। সোনায় বিনিয়োগ করতে চাইলে বা সোনার গয়না গড়াতে চাইলে এখন অনেকটাই বেশি খরচ হবে। বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরার চল রয়েছে। এমনকী সোনার গয়না উপহার দেওয়ার রীতিও রয়েছে। উৎসবে-অনুষ্ঠানে সোনাকে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই।

কত বাড়ল সোনার দাম

গত এক সপ্তাহে দেশের বাজারে সোনার দাম প্রতি ভরি ৩৯৯০ টাকা বেড়েছে। আর কলকাতায় গত সোমবার থেকে শনিবার পর্যন্ত সোনার প্রতি ভরি ৩১০০ টাকা বেড়েছে। একনজরে দেখে নিন আজ কলকাতায় সোনা-রুপোর কত দর।

২৪ ক্যারেট পাকা সোনার দাম (Fine Gold 995)- ১ গ্রাম ৭,৯৬৪ টাকা 

২২ ক্যারেট গয়নার সোনা (কিনতে গেলে)- ১ গ্রামের দাম ৭,৩০০ টাকা 

২২ ক্যারেট গয়নার সোনা (বেচতে গেলে)- ১ গ্রামের দাম ৭,০৭০ টাকা

১৮ ক্যারেট সোনা- ১ গ্রামের দাম ৫,৯৭৩ টাকা

রুপো (999)- ১ কেজির দাম ৯২,০০০ টাকা

* সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

সবথেকে দামি হল ২৪ ক্যারেটের সোনা। তবে এই সোনা হল পাকা সোনা। বাঁট এবং কয়েন তৈরি হয় এই সোনা দিয়ে। গয়নার সোনা হল ২২ ক্যারেটের। সোনায় যত খাদ মেশানো হয় তত ক্যারেট কমবে। এর পর ১৮ এবং ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

আরও পড়ুন বিয়ের মরসুমে সোনার দামে বড়সড় বদল! জেনে নিন আজ কতটা দামি হলুদ ধাতু?

সোনার দাম বাড়া বা কমার কারণ কী?

সোনার দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সম্পর্কিত। যখন মার্কিন ডলারের দাম অন্য দেশের মুদ্রার তুলনায় বাড়ে, তখন সোনার দাম কমতে থাকে। কারণ তখন ক্রেতা দেশগুলিকে সোনা কিনতে বেশি দাম দিতে হয়। তখন ক্রেতা দেশগুলি সোনা কেনা কমিয়ে দেয়। আর অর্থনীতির নিয়মই হল, চাহিদা কমে গেলে স্বাভাবিক ভাবেই পণ্যের দাম কমে যায়।

business Gold gold market business-news Gold Price Today
Advertisment