Gold Rate Today in India, Check 18k, 22K, 24K Gold Price in Kolkata on November 27, 2024: বিয়ের মরশুমে চলতি সপ্তাহে পরপর দুদিন কমার পর বুধবার ফের সামান্য বাড়ল সোনার দাম। সোমবার এবং মঙ্গলবার পর পর দুদিন সোমার দামে পতন হয়েছিল। বিয়ের মরশুম শুরু হয়েছে। তাই এখন সোনা কিনতে গেলে খরচ কিছুটা বাড়বে। আজ কলকাতায় সোনা-রুপোর দাম কত জেনে নিন।
বিয়ের মতো শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরার চল রয়েছে। এমনকী সোনার গয়না উপহার দেওয়ার রীতিও রয়েছে। উৎসবে-অনুষ্ঠানে সোনাকে শুভ বলে মনে করা হয়। অনেক সময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই।
সবথেকে দামি হল ২৪ ক্যারেটের সোনা। তবে এই সোনা হল পাকা সোনা। বাঁট এবং কয়েন তৈরি হয় এই সোনা দিয়ে। গয়নার সোনা হল ২২ ক্যারেটের। সোনায় যত খাদ মেশানো হয় তত ক্যারেট কমবে। এর পর ১৮ এবং ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
আরও পড়ুন বিয়ের মরশুমে আরও সস্তা সোনা, আজ কলকাতায় কত দাম জেনে নিন
২৪ ক্যারেট পাকা সোনার দাম (Fine Gold 995)- ১ গ্রাম ৭,৭৫১ টাকা (২৭ টাকা বেড়েছে)
২২ ক্যারেট গয়নার সোনা (কিনতে গেলে)- ১ গ্রামের দাম ৭,১০৫ টাকা (২৫ টাকা বেড়েছে)
২২ ক্যারেট গয়নার সোনা (বেচতে গেলে)- ১ গ্রামের দাম ৬৮৮৩ টাকা
১৮ ক্যারেট সোনা- ১ গ্রামের দাম ৫,৮১৩ টাকা (২০ টাকা বেড়েছে)
রুপো (999)- ১ কেজির দাম ৮৯,৫০০ টাকা
* সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।