দেশের মানুষের গচ্ছিত টাকা সুরক্ষিত করতে আরও পদক্ষেপ করল মোদী সরকার। এ নিয়ে মঙ্গলবার সংসদের চলতি অধিবেশনে বিশেষ বিল আনল কেন্দ্র সরকার। সমবায় ব্যাঙ্কগুলিকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে মঙ্গলবার ব্যাঙ্কিং রেগুলেশন সংশোধনী বিল আনা হল। সমবায় ব্যাঙ্কগুলিকে আরবিআই-এর নিয়মকানুনের আওতায় আনার লক্ষ্যেই এই বিল আনা হল বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: অর্থনীতিতে করোনার প্রভাব কতোটা, নজর রাখছে আরবিআই
এদিন ব্যাঙ্কিং রেগুলেশন সংশোধনী বিল প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কে যে সংকট তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি আগামী দিনে ঠেকাতে এই বিল খুব কার্যকরী হবে। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে পাঞ্জাব ও মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্কে সংকটের জেরে চরম সমস্যায় পড়েছিলেন অসংখ্য মানুষ।
আরও পড়ুন: বাজারে ঘাটতি, এটিএম থেকে আর নাও পেতে পারেন ২০০০ টাকার নোট
মঙ্গলবার লোকসভায় এই বিল প্রসঙ্গে বিরোধীদের বিঁধে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ছোট আমানতকারীদের অধিকার যদি অস্বীকার করেন বিরোধীরা, তাহলে তা লজ্জার। প্রসঙ্গত, এবার বাজেট বক্তৃতায় সমবায় ব্যাঙ্কগুলিকে মজবুত করার কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ব্যাঙ্কিং রেগুলেশন আইনে যে সংশোধন আনা হতে চলেছে, সে ব্যাপারেও তখন ইঙ্গিত দিয়েছিলেন সীতারামন।
উল্লেখ্য, দেশে ১ হাজার ৫৪০টি সমবায় ব্যাঙ্ক রয়েছে। এই ব্যঙ্কগুলির সঙ্গে যুক্ত রয়েছেন ৮.৬০ কোটি মানুষ। মোট আমানতের পরিমাণ প্রায় ৫ লক্ষ কোটি টাকা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন