Advertisment

বিকেন্দ্রীকরণের আশঙ্কাই সত্যি! এলআইসিতে ২০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে অনুমতি কেন্দ্রের

এলআইসি বেসরকারিকরণের চক্রান্ত চলছে বলে অভিযোগ জানিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
LIC IPO to open May 4, price band set at Rs 902-949 per share

মে মাসের ৪ তারিখ থেকে এলআইসি আইপিও বাজারে আনবে বলে বুধবার জানিয়ে দিল ভারত সরকার।

ভারতীয় জীবনবিমা নিগমে ২০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এমনিতে বিমা খাতে ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের অনুমতি রয়েছে। কিন্তু, দেশের বৃহত্তম বিমা সংস্থা ভারতীয় জীবনবিমা নিগমের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না। কারণ, ভারতীয় জীবনবিমা নিগম তৈরির আইনেই বিদেশি বিনিয়োগের কোনও নিয়ম নেই।

Advertisment

স্বাধীনতার আগে ১৯৩৮ সালে তৈরি হয়েছিল বিমা আইন। ১৯৫৬ সালে তৈরি হয়েছিল ভারতীয় জীবনবিমা নিগম আইন। ১৯৯৯ সালে তৈরি হয়েছে বিমা নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ আইন। এই তিন আইনের কোনওটিতেই এলআইসির বিদেশি বিনিয়োগের বিধান নেই। আর, সেই কারণে স্বয়ংক্রিয় পথ বা অটোমেটিক রুটের মাধ্যমে এলআইসিতে ২০ শতাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

মন্ত্রিসভার আগের বৈঠকেই স্বয়ংক্রিয় পথে ২০ শতাংশ এফডিআইয়ের অনুমতি দেওয়ার জন্য একটি বিশেষ বিধি অন্তর্ভুক্ত করা হয়েছে। যার সাহায্যে কোনও দেশি সংস্থার সঙ্গে গাঁটছড়া না-বেঁধেই যে কোনও বিদেশি সংস্থা এলআইসির ২০ শতাংশ পর্যন্ত শেয়ার কিনে নিতে পারবে। গোটা ব্যবস্থাপনা পাকা করার প্রক্রিয়া বেশ কিছুদিন ধরেই চলছিল।

গত ১৩ ফেব্রুয়ারি, পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির কাছে এক অনুমতি চেয়েছে এলআইসি। সেবির কাছে প্রায় ৬৩ হাজার কোটি টাকায় এলআইসির ৫ শতাংশ সরকারি শেয়ার বিক্রির জন্য খসড়া কাগজপত্রও দাখিল করেছে ভারতীয় জীবনবিমা নিগম। গত জুলাইয়েই এলআইসির প্রাথমিক পাবলিক অফার অনুমোদিত হয়েছিল। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্মতি দেওয়ায় আর চলতি ত্রৈমাসিকে এলআইসির শেয়ার বিক্রিতে কোনও অসুবিধা রইল না।

আরও পড়ুন- আত্মসমর্পণ নয়, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের বার্তা জেলেনস্কির

দীর্ঘদিন ধরেই ভারতীয় জীবনবিমা নিগম সংস্থার কর্মী এবং এজেন্টরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এলআইসি বিকেন্দ্রীকরণের চেষ্টার অভিযোগ করছেন। এই ইস্যুতে তাঁরা দীর্ঘদিন ধরে আন্দোলনও করছেন। তারপরও মোদী সরকার ঘুরপথে এলআইসিতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত কার্যকর করায়, বড়সড় আন্দোলনের মুখে পড়তে পারে দেশের রাষ্ট্রায়ত্ত জীবনবিমা সংস্থাটি।

Read story in English

FDI
Advertisment