অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে প্রত্য়ক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই নীতি বদল করল কেন্দ্র সরকার। এবার থেকে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ বিনিয়োগ করতে পারবেন অনাবাসী ভারতীয়রা, যাঁরা ভারতের নাগরিক। এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ প্রক্রিয়ার মধ্য়েই এই গেজেট বিজ্ঞপ্তি জারি করা হল।
উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে গত মাসে তৃতীয়বারের জন্য় এয়ার ইন্ডিয়ার নিলামের সময়সীমা বাড়ানো হয়েছিল। এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রক্রিয়া শুরু হয়েছিল চলতি বছরের ২৭ জানুয়ারি।
বর্তমান এফডিআই নীতি অনুযায়ী, শিডিউলড এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস/ডোমেস্টিক শিডিউলড প্য়াসেঞ্জার এয়ারলাইনে ১০০ শতাংশ এফডিআই-এর অনুমতি রয়েছে। তবে এক্ষেত্রে অটোমেটিক রুটে ৪৯ শতাংশ এফডিআইএ-র সুযোগ রয়েছে। এই সীমা বাড়লে সরকারের অনুমতি লাগবে। এবার, এনআরআই-দের জন্য় সরাসরি শিডিউলড এয়ার ট্রান্সপোর্ট সার্ভিস/ডোমেস্টিক শিডিউলড প্য়াসেঞ্জার এয়ারলাইনে ১০০ শতাংশ এফডিআই অনুমোদন করা হয়েছে।
আরও পড়ুন: বিশ্বে দ্বিতীয় রিলায়েন্স, মুকেশ আম্বানির মুকুটে নয়া পালক
শিডিউলড ও নন-শিডিউলড এয়ার ট্রান্সপোর্ট সার্ভিসে ভারতীয় সংস্থায় বিদেশি উড়ানসংস্থাগুলি বিনিয়োগ করতে পারবে, তবে সেই সীমা ৪৯ শতাংশ পর্যন্ত ।
অটোমেটিক রুটের আওতায় ডিজিসিএ-র অনুমোদনে হেলিকপ্টার পরিষেবা/সমুদ্র বিমান পরিষেবায় ১০০ শতাংশ এফডিআই-এর অনুমতি দিয়েছে সরকার। উল্লেখ্য়, গত মার্চ মাসে, এয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে অনাবাসী ভারতীয়দের (যাঁরা ভারতীয় নাগরিক) অনুমতি দেওয়ার বিষয়টি অনুমোদন করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন