দেশের ৮টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টরকে বদলি করা হচ্ছে আগামী ১ এপ্রিল। বৃহস্পতিবার এই মর্মে কেন্দ্রীয় নির্দেশ জারি করা হল।
কেন্দ্রের নিয়োগ কমিটি, যার দায়িত্বে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী, এই প্রস্তাব অনুমোদিত করেছে। প্রস্তাবটি এসেছিল আর্থিক পরিষেবা মন্ত্রকের তরফে।
ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একজিকিউটিভ ডিরেক্টর সঞ্জয় কুমারকে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বদলি করা হয়েছে (মেয়াদ ১৯ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত)। ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্সের ইডি বিজয় দুবেকে বদলি করা হয়েছে পিএনবি-তে(মেয়াদ ৩১ অক্টোবর, ২০২১ পর্যন্ত) ।
আরও পড়ুন, ইয়েস তদন্তে হাজিরা দিতেও করোনার ‘ভয়’ বড় ব্যবসায়ীদের
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ইডি অজিত কুমার দাসকে ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত মেয়াদকালে বদলি করা হয়েছে পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্কে।
কর্পোরেশন ব্যাঙ্কের ইডি বিরুপাক্ষ মিশ্রকে ইউনিয়ন ব্যাঙ্কের ওই একই পদে বদলি করা হল ৩১ অক্টোবর, ২০২০ সাল পর্যন্ত। সিন্ডিকেট ব্যাঙ্কের একজিকিউটিভ ডিরেক্টরের পদে থাকা কৃষ্ণন এসকে বদলি করা হল কানাড়া ব্যাঙ্কে। সিন্ডিকেট ব্যাঙ্কের আরেক ইডি অজয় কুমার খুরানার বদলির নির্দেশ এসেছে ব্যাঙ্ক অব বরোদায়, মেয়াদকাল ১৯ সেপ্টেম্বর, ২০২১। এলাহাবাদ ব্যাঙ্কের ইডি কে রামচন্দ্রনের বদলি হল ইন্ডিয়ান ব্যাঙ্কে।
এলেহাবাদ ব্যাঙ্কের আরেকজন ইডি পি আর রাজাগোপালকে ওই ব্যাঙ্ক থেকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল ব্যাঙ্ক অব ইন্ডিয়ার।
আগামী ১ এপ্রিল থেকে নতুন দায়িত্ব নেবেন এনারা।
Read the full story in English