scorecardresearch

বড় খবর

রপ্তানি ঋণের ঘাটতি, মোদী রাজ্যেই মুখ থুবড়ে ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগ, এগিয়ে বাংলা

গুজরাট থেকে মোট পণ্য রপ্তানির প্রায় ৫০ শতাংশের মধ্যে রয়েছে পাঁচ থেকে ছয়টি পণ্য

NABARD report, Gujarat dairy, Delhi, Tamil Nadu, West Bengal, Indian Express

রপ্তানিতে শীর্ষস্থান দখল করেও, রপ্তানিকারকদের ঋণ দানে গুজরাটের পারফরম্যান্স যথেষ্ট খারাপ। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD)২০২৩-২০২৪-এর বার্ষিক রিপোর্টে উঠে এল এই তথ্য। গত সপ্তাহে প্রকাশিত এই রিপোর্ট অনুসারে রপ্তানিকারিদের ঋণ প্রদানে দিল্লি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ গুজরাটের চেয়ে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে।  

ঋণদানের পারফরম্যান্সে এগিয়ে দিল্লি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ। রাজ্যগুলি রাজ্যের মোট জিডিপির ৫.৩১ শতাংশ, ২ শতাংশ এবং ১.০৮ শতাংশ রপ্তানিকারিদের ঋণ দান করে। যা জাতীয় গড় ০.৬৫ এর চেয়ে অনেক বেশি।

অন্যদিকে, নাবার্ডের রিপোর্ট অনুসারে, গুজরাট এবং মহারাষ্ট্রের রপ্তানিতে শীর্ষস্থান দখল করেও ঋণদানের ক্ষেত্রে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের প্রায় সমান। ঋণ দানের ঘাটতির কারণে প্রত্যাশিত ভাবেই রপ্তানির হার অনেকটাই কমে গেছে বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রপ্তানিকারকদের ঋণ বাড়ানোর জন্য রিপোর্টে বেশ কিছু পরামর্শও দেওয়া হয়েছে।

গুজরাট থেকে মোট পণ্য রপ্তানির প্রায় ৫০ শতাংশের মধ্যে রয়েছে পাঁচ থেকে ছয়টি পণ্য যেমন পেট্রোলিয়াম পণ্য, জৈব রাসায়নিক, কৃষি রাসায়নিক, ওষুধের ফর্মুলেশন, রং এবং প্লাস্টিক সামগ্রী। রপ্তানি ঋণ বাড়ানোর ক্ষেত্রে  IFSC এক্সচেঞ্জ ব্যবহারে উৎসাহিত করার কথাও রিপোর্টে উল্লেখ রয়েছে।

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: Gujarat performs poorly in credit access to exporters nabard report