scorecardresearch

বড় খবর

Budget 2023: ‘সোনার মোড়া’ সুখটান! সিগারেট ছুঁলেই হাত পুড়বে মধ্যবিত্তের, মোবাইলের দাম নিয়ে কী আপডেট?

সোনা এখন আরও দামি

budget 2023, budget 2023 india, budget 2023 news, budget in india, union budget 2023, union budget of india, union budget 2023 income tax, income tax union budget, income tax slab live updates, income tax, budget live updates, budget 2023 live, nirmala sitharaman, nirmala sitharaman budget 2023, finance minister nirmala sitharaman

আরও দামি সোনা, রূপা… বিয়ের মরসুমে হাঁসফাঁস দশা সাধারণ মধ্যবিত্তের। এর পাশাপাশি আরও মহার্ঘ্য সিগারেট। ১৬ শতাংশ কর চাপল সিগারেটে ফলে সুখটান এখন আরও দামি। বাজেটে দাম বাড়ছে কিচেন চিমনি, কিছু বিদেশি মোবাইল ফোন এবং ক্যামেরার লেন্স, সিগারেট সোনা, রূপা, প্লাটিনাম। বস্ত্র ও কৃষি ছাড়া অন্যান্য ক্ষেত্রে আমদানি কর ২১ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

সাইকেল, ইলেকট্রিক গাড়ির দাম কমবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে দাম কমছে হিরের গয়নারও। বাজেটে বৈদ্যুতিক গাড়ি, অটোমোবাইল, খেলনা এবং দেশীয় মোবাইলের দাম কমানো হয়েছে। দাম কমবে টেলিভিশনেরও। দেশে টিভি তৈরির জন্য যন্ত্রাংশের আমদানি শুল্কের উপর ২.৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার তার ফলেই টিভির দাম বেশ খানিকটা কমবে। এই বাজেটে দাম বেড়েছে তামার স্ক্র্যাপের। দাম বাড়ছে কম্পাউন্ড রবারের। ইথাইল অ্যালকোহলের দাম কিছুটা কমল। সস্তা হচ্ছে লিথিয়াম ব্যাটারির দাম।

আরও পড়ুন: [ Budget 2023:রেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা, সর্বকালের সর্বোচ্চ ব্যায়, ২.৪০ লক্ষ কোটি টাকা প্রাপ্তি ]

নির্বাচনের আগে পূর্ণাঙ্গ ভোটে কল্পতরু মোদী সরকার। বুধবার কেন্দ্রীয় বাজেটে করছাড়ের ঘোষণায় মধ্যবিত্তের মুখে হাসি চওড়া হল। বেতনভোগীদের আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ানো হল। আগে যা ছিল বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত তা এবার বেড়ে হল ৭ লক্ষ টাকা। অর্থাৎ বার্ষিক ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর।

৯ লক্ষ টাকা পর্যন্ত আয় হলে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। যা আগের তুলনায় ২৫ শতাংশ কম। নির্মলা সীতারমণ এদিন সংসদে জানান, ১৫ লক্ষ টারকা বার্ষিক আয়ে দেড় লক্ষ টাকা কর দিতে হবে। আগে দিতে হত ১ লক্ষ ৮৭ হাজার টাকা। নয়া করকাঠামোয় বিরাট ঘোষণা কেন্দ্রের।

নয়া করকাঠামোয় ছাড়

৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও ব্যক্তিগত কর দিতে হবে না। ৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে ৫ শতাংশ। ৬ থেকে ৯ লক্ষ পর্যন্ত আয়ে ১০ শতাংশ এবং ৯ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫ শতাংশ কর দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে ২০ শতাংশ কর। আর বার্ষিক আয় যদি ১৫ লক্ষের বেশি হয় তাহলে দিতে হবে ৩০ শতাংশ কর।

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: Have a look at price increase and decrease after union budget