ব্যাঙ্কের পাসবুকের পাতায় ডিপোজিটের বীমা সংক্রান্ত স্ট্যাম্প, তাতে লেখা, ব্যাঙ্কে ১ লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিটের বীমা করানো রয়েছে, অতএব ব্যাঙ্ক ফেল করলে টাকা ফেরত পাবেন আমানতকারীরা। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই উদ্বেগ ছড়ায় ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে, যার জেরে বুধবার একটি বিবৃতি জারি করতে বাধ্য হয় দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি (HDFC)।
ওই ব্যাঙ্কের একটি পাসবইয়ের স্ট্যাম্পে যা লেখা রয়েছে, তার মর্ম অনুবাদ করলে দাঁড়ায়, "ব্যাঙ্কের ডিপোজিট সমূহ DICGC'র কাছে বীমাকৃত, এবং ব্যাঙ্কের ব্যবসা বন্ধ হয়ে গেলে প্রত্যেক আমানতকারীকে লিকুইডেটর-এর মাধ্যমে টাকা দিতে বাধ্য DICGC। এই ডিপোজিটের পরিমাণ ১ লক্ষ টাকা পর্যন্ত, লিকুইডেটর-এর কাছ থেকে 'ক্লেইম লিস্ট' (claim list) পাওয়ার দুই মাসের মধ্যে।"
তাদের বিবৃতিতে এইচডিএফসি ব্যাঙ্ক জানিয়েছে, এই তথ্য নতুন নয়, এবং ২২ জুন, ২০১৭ সালে জারি করা রিজার্ভ ব্যাঙ্কের একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে পাসবইয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, "এই বিবৃতি ডিপোজিট ইনস্যুরেন্স কভার সংক্রান্ত। আমরা স্পষ্ট করতে চাই যে এই তথ্য আরবিআই-এর ২২ জুন, ২০১৭ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী অন্তর্ভুক্ত করা হয়েছে, যেহেতু ওই বিজ্ঞপ্তিতে সমস্ত শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক, স্মল ফাইনান্স ব্যাঙ্ক এবং পেমেন্ট ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে, পাসবইয়ে 'ডিপোজিট ইনস্যুরেন্স কভার' এবং কভারেজের ঊর্ধ্বসীমা সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত করার।"
সম্প্রতি পাঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক ফেইল করার প্রেক্ষিতে নতুন করে শুরু হয়েছে ব্যাঙ্ক ডিপোজিটের সীমিত বীমা সুরক্ষা নিয়ে বিতর্ক। ভারতে যে কোনও ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে সেই ব্যাঙ্কের প্রত্যেক আমানতকারী পাবেন অ্যাকাউন্ট পিছু ১ লক্ষ টাকা, তাঁর মূল ডিপোজিটের পরিমাণ যত বেশিই হোক না কেন।
আরও জ্ঞাতব্য, ডিপোজিটের পরিমাণ ১ লক্ষ টাকার কম হলে ডিপোজিট ইনস্যুরেন্সের সুবিধা পাবেন আমানতকারী, কিন্তু পরিমাণ ১ লক্ষ টাকার বেশি হলে ব্যাঙ্ক ফেইল করলে কোনোরকম আইনি সুবিধা পাবেন না।
বর্তমানে দেশের যে কোনও কমার্শিয়াল ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, লোকাল এরিয়া ব্যাঙ্ক (LAB) এবং সমবায় (অর্থাৎ কোওপারেটিভ) ব্যাঙ্কের প্রত্যেক আমানতকারীকে ১ লক্ষ টাকার সুরক্ষা কবচ প্রদান করে DICGC (ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন), যেটি কিনা রিজার্ভ ব্যাঙ্কের একটি সম্পূর্ণত অধিকৃত সংস্থা। ব্যাঙ্ক ধ্বসে যাওয়ার মতো বিরল ঘটনা ঘটলে ১ লক্ষ টাকার বেশি ডিপোজিটের ক্ষেত্রে বাজেয়াপ্ত হয়ে যাবে বাড়তি টাকা।