scorecardresearch

FD-তে ৮.৩০% পর্যন্ত সুদ, ৪ সরকারি ব্যাঙ্কের তাক লাগানো স্কিম সম্পর্কে জানুন

অনেক বিনিয়োগকারীই তাই FD-এর প্রতি বেশি আকৃষ্ট হচ্ছেন।

High Fixed Deposit Rates in four nationalised bank
প্রতীকী ছবি।

কথায় আছে টাকা ব্যাঙ্কে থাকলে ‘ডিম পাড়ে’। সাম্প্রতিক সময়ে অনেক বিনিয়োগকারীই টাকা জমানোর ক্ষেত্রে ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমগুলির প্রতি বেশি পরিমাণে আকৃষ্ট হচ্ছেন। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বেড়ে যাওয়াই এমন উৎসাহের অন্যতম প্রধান কারণ। একাধিক সরকারি স্কিমের চেয়েও এখন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে অনেক বেশি সুদ মিলছে। দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এখন ফিক্সড ডিপোজিটের উপর ৮ শতাংশেরও বেশি সুদ দিচ্ছে।

দেশের অগ্রণী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম হল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হারে বদল ঘটিয়েছে এই ব্যাঙ্ক। ২০২৩-এর ১০ জানুয়ারি থেকে ২ কোটি টাকার কম স্থায়ী আমানতে সুদের হারে বদল এনেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ফিক্সড ডিপোজিটের মেয়াদ ৬ মাস বা তার বেশি হলে এবং ন্যূনতম ৫ হাজার টাকা যদি ১০ বছরের জন্য কেউ জমা রাখেন তবে প্রবীণ নাগরিকরা এক্ষেত্রে প্রতি বছর ০.৫০ শতাংশ অতিরিক্ত সুদ পাবেন।

ষাটোর্ধ্ব কোনও নাগরিক ৩ বছর বা তার বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে ০.৭৫ শতাংশ অতিরক্ত সুদ পাবেন। এই ব্যাঙ্কে ৪৪৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৭.০৫ শতাংশ সুদ মিলছে। প্রবীণ নাগরিকরা ৭.৫৫ শতাংশ সুদ পাচ্ছেন। অন্যদিকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২-৫ বছরের কম মেয়াদে স্থায়ী আমানতের ক্ষেত্রে ৭.২৫ শতাংশ সুদ মিলছে।

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ছাড়াও দেশের আরও ৩টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের ৮.৩০ শতাংশ হারে সুদ দিচ্ছে। ইন্ডিয়ান ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে প্রবীণ নাগরিকরা ৭.১৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। অন্যদিকে, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৮০ বছরের বেশি বয়সীদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৮.০৫ শতাংশ সুদ দিচ্ছে। এরই পাশাপাশি সুপার সিনিয়র ক্যাটাগরি বা ৮০ বছরের বেশি বয়সীদের পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কেও ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৮.১০ শতাংশ সুদ মিলছে।

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Bengali App.

Web Title: High fixed deposit rates in four nationalised bank