Advertisment

HDFC FASTag: এইচডিএফসি ব্যাঙ্ক থেকে ফাস্ট্যাগ কিনবেন কী ভাবে?

FASTag From HDFC Bank: এনইটিসি নথিভুক্ত ২৩টি ব্যাঙ্কের কোনও একটিতে অ্যাকাউন্ট থাকলে সহজেই ফাসট্যাগ পাওয়া যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তা লিংক করার সুযোগও পাওয়া যাবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পয়লা ডিসেম্বর থেকে সারা দেশের বিভিন্ন টোল প্লাজায় আর গাড়ি নিয়ে লাইন দেওয়া বাধ্যতামূলক থাকছে না। সরকার ওই দিন থেকে ফাস্ট্যাগ কর্মসূচি চালু করতে চলেছে। পরিবহণ ও সড়ক মন্ত্রক জানিয়েছে ব্যক্তিগত ও বাণিজ্যিক উভয় ধরনের গাড়িতেই ফাসট্যাগ ইনস্টল করা আবশ্যিক। টোল প্লাজাগুলিতে দীর্ঘ লাইন এড়াতে টোল সংগ্রহ ডিজিটাইজ করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে এনপিসিআই (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অব ইন্ডিয়া)। ফাস্ট্যাগ অ্যাকটিভেট না করালে দু'বার করে টোল ফি কাটা হবে।

Advertisment

এনইটিসি নথিভুক্ত ২৩টি ব্যাঙ্কের নির্বাচিত শাখায় ফাস্ট্যাগ পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলির কোনও একটিতে অ্যাকাউন্ট থাকলে সহজেই ফাস্ট্যাগ পাওয়া যাবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তা লিংক করার সুযোগও পাওয়া যাবে। জেনে নেওয়া যাক কী ভাবে কিনতে হবে এইচডিএফসি ফাস্ট্যাগ?

আরও পড়ুন, ডিসেম্বর থেকে টোলে দীর্ঘ লাইনে দাড়াতে না চাইলে, ডাউনলোড করুন এই অ্যাপ

আপনার ফোনে এইচডিএফসি ফাস্ট্যাগ চালু করতে প্রথমে সংশ্লিষ্ট ব্যাঙ্কের কোনও সেলস ম্যানেজার অথবা পয়েন্ট অব সেলস-এ যেতে হবে। সঙ্গে অবশ্যই গাড়ির মালিকের কেওয়াইসি নথি সঙ্গে রাখতে হবে।

এছাড়া দরকার

১) গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট

২) পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে বৈধ ড্রাইভিং লাইসেন্স, আধার এবং প্যান

৩) গাড়ির মালিকের পাসপোর্ট সাইজ ছবি

৪) পূরণ করতে হবে ফাসট্যাগ-এর আবেদন ফর্ম

আরও পড়ুন, ফাস্ট্যাগ: কী, কেন, কীভাবে

পদ্ধতিঃ

প্রথম ধাপ-    এইচডিএফসি ব্যাঙ্কের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে 'অ্যাপ্লাই অনলাইন' অপশনে ক্লিক করতে হবে

দ্বিতীয় ধাপ-  এন্টার ডিটেইলসে গিয়ে আপনার এইচডিএফসি তে সেভিংস অ্যাকাউন্ট থাকলে 'ইয়েস', আর না থাকলে 'নো' লিখুন। আপনার উত্তর 'ইয়েস' হলে কাস্টোমার আইডি দিয়ে 'সেন্ড ভেরিফিকেশন কোড'-এ ক্লিক করুন।

তৃতীয় ধাপ- সকাল ৮ টা থেকে রাত ৮ টার মধ্যেই এই পরিসেবা পাওয়া যাবে। আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ভেরিফিকেশন কোড আসবে

চতুর্থ ধাপ- আপনার যানের ধরন এবং নম্বর দিতে হবে

আরও পড়ুন, আরও পড়ুন, বিশ্লেষণ: ব্যাঙ্ক ফেল পড়লে কী হবে?

কী ভাবে রিচার্জ করতে হবে?

১) ইউজার নেম আর পাসোয়ার্ড দিয়ে নেট ব্যাঙ্কিং পোর্টাল দিয়ে লগ ইন করতে হবে

২) 'রোড ইউজার সেন্টার' এ গিয়ে পেমেন্ট অপশনে গিয়ে রিচার্জ করতে হবে

৩) ওয়ালেট আইডি বেছে নিয়ে আপনি কত টাকা ই ওয়ালেটে ভরে রাখতে চাইছেন, তা ঠিক করতে হবে

৪) এবার 'পে বাই অনলাইন' অপশনে ক্লিক করতে হবে

৫) আপনার ব্যাঙ্ক বেছে নিয়ে 'কন্টিনিউ' অপশনে ক্লিক করতে হবে
৬) এবার লগ ইন করতে হবে।
Advertisment