Advertisment

প্যান কার্ডের ঠিকানা বদলাবেন কী ভাবে?

প্যান কার্ড  নিয়ে কোনও বক্তব্য  থাকলে এনএসডিএসএল ওয়েবসাইটে গিয়ে আবেদন  করতে হবে গ্রাহককে। নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রথমেই জানিয়ে রাখা দরকার প্যান কার্ড কিন্তু ঠিকানার প্রমাণ নয়, এটি বৈধ পরিচয়পত্র। তবে প্যান কার্ডে ঠিকানার উল্লেখ থাকে, এবং চাইলে সেই ঠিকানা বদল করা যায়।

Advertisment

অনলাইন ডেটাবেসে থাকা ঠিকানা থেকে শুরু করে অন্য কয়েকটি তথ্য পরিবর্তন করা যায়। এনএসডিএল (NSDL) প্রদত্ত অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়ে ঠিকানা  বদলের জন্য আবেদন করা যেতে  পারে। আয়কর দফতরের এই দশ সংখ্যার কার্ড  আর্থিক লেনদেনের জন্য একান্ত জরুরি।

কী ভাবে বদলাবেন প্যান কার্ডের ঠিকানা?

১) প্যান কার্ড  নিয়ে কোনও বক্তব্য  থাকলে এনএসডিএসএল ওয়েবসাইটে গিয়ে আবেদন  করতে হবে গ্রাহককে। নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে।

২) আবেদনকারীকে শুধু জানাতে  হবে তিনি যে ঠিকানা  দিচ্ছেন সেটি তাঁর বাড়ির না অফিসের।

আরও পড়ুন, ব্যাঙ্ক অথবা পেটিএমের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাতিল করতে কী করবেন?

৩) শুধু ঠিকানা বদল নয়, প্যান কার্ডে নতুন ঠিকানা যোগও করা  যায়। তার জন্যও একই ভাবে অনলাইনে আবেদন করতে হবে।

৪) নতুন ঠিকানার প্রমাণপত্রও দিতে হবে।

৫) প্যান কার্ডের (Pan Card) ঠিকানা বদল করতে হলে ছবিও দিতে হবে।

Advertisment