আধার সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ব্যাঙ্কের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নয়। তবে ইতিমধ্যেই মোবাইল নম্বর কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত করে ফেলেছেন অনেকেই।কিন্তু কেউ যদি মনে করেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বা পে টি এম-এর থেকে আধার লিঙ্ক সরিয়ে ফেলবেন তাহলে বলা যায় সেটা সম্ভব । এক্ষেত্রে কী করতে হবে জেনে নিন –
পেটিএম-এ আধার নম্বর দিয়ে লিঙ্ক করা হলেও সেখান থেকে আধার বিচ্ছিন্ন করবেন কী ভাবে:
১) পেটিএমের হেল্পলাইনে 01204456456 -এ ফোন করুন ।
২) অথবা, আপনার আধার নম্বর বিচ্ছিন্ন করার জন্য পেটিএম-কে একটি ইমেল পাঠাতে অনুরোধ জানাতে পারেন।
৩) এরপর আপনি পেটিএমের পক্ষ থেকে একটি ই-মেল পাবেন, যেখানে আপনাকে আপনার আধারের একটি সফট কপি সংযুক্ত করতে বলা হবে । এবার আপনাকে আপনার আপডেট হওয়া আধার কার্ডের একটি পরিষ্কার ছবি পেটিএম-কে একটি ইমেল-এর মাধ্যমে পাঠাতে হবে ।
৪) শেষে পেটিএমের পক্ষ থেকে আপনাকে একটি মেল পাঠানো হবে যেখানে লেখা থাকবে, যে আপনার আধার ৭২ ঘন্টার মধ্যে আনলিঙ্ক করা হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট-এর সঙ্গে যুক্ত থাকা আধার বিচ্ছিন্ন করবেন কীভাবে?
১) আপনার ব্যাঙ্কের যে শাখা অ্যাকাউন্ট রয়েছে, সেখানে যেতে হবে ।
২) ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আধার কার্ড আনলিংক করার জন্য একটি ফর্ম দেওয়া হবে ব্যাঙ্ক থেকে ।
৩) ফর্মে প্রয়োজনীয় সব তথ্য দিয়ে পূরণ করে ফর্মটি জমা দিন ।
৪) ফর্মে তথ্যগত কোনও ত্রুটি না থাকলে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকএ বিচ্ছিন্ন হয়ে যাবে ।
৫) ৪৮ ঘণ্টা পর আপনার নির্দিষ্ট শাখায় ফোন করে সুনিশ্চিত হোন।