Advertisment

ITR Filing Online: কী ভাবে আয়কর রিটার্ন ফাইল করবেন?

Income Tax Return (ITR) Filing Online: খুব সহজেই এবং তাড়াতাড়ি আয়কর জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় আয়কর দফতর থেকে চালু করা হয়েছে লাইট ই ফাইলিং ফেসিলিটি। 

author-image
IE Bangla Web Desk
New Update
ITR File 2019, Income Tax Return 2019

ITR (Income Tax Returns) Filing 2019-20:

Advertisment

ITR Filing Online:

বার্ষিক আয় আড়াই লক্ষের বেশি, এরকম যে কাউকেই আয়কর রিটার্ন ফাইল করতে হবে। ২০১৯-২০ অর্থবর্ষের আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন ৩১ অগাস্ট। খুব সহজেই এবং তাড়াতাড়ি আয়কর জমা দেওয়ার জন্য কেন্দ্রীয় আয়কর দফতর থেকে চালু করা হয়েছে লাইট ই ফাইলিং ফেসিলিটি।

লাইট ই ফাইলিং-এর সাহায্যে কী ভাবে আয়কর ফাইল করবেন, জেনে নিন।

• প্রথমে ই ফাইলিং এর হোমপেজ খুলতে হবে http://www.incometaxindiaefiling.gov.in.

publive-image

• ‘Quick ITR Filing’ -এ ক্লিক করতে হবে। এই অপশনটি পাওয়া যাবে ‘Quick Links’ মেনুতে।

• এবার পপ আপ দেখাবে। ‘Continue to e-Filing Lite’  অপশনে ক্লিক করতে  হবে।

• যারা ইতিমধ্যে নথিভুক্ত, প্যানকার্ড, পাসওয়ার্ড, ক্যাপচা কোড ব্যবহার করতে হবে। যারা নথিভুক্ত করেন নি, তাঁদের নথিভুক্ত করতে হবে।

আরও পড়ুন, ট্যাক্সের আওতায় না পড়লেও আয়কর রিটার্ন জমা দেওয়া কেন জরুরি?

publive-image

•  মেনুতে গিয়ে  “Income Tax Return” অপশনে ক্লিক করতে হবে।

• এবার আয়করদাতাকে বিশদে নিজেদের তথ্য জানাতে হবে। নাম, প্যান নম্বর, জন্মতারিখ এবং সাল ইত্যাদি।

•সমস্ত নির্দেশ খুঁটিয়ে দেখতে হবে। কর্মী কোন বিভাগের অধীনে আয়কর রিটার্ন ফাইল করবে, সেসব ফিল আপ করা হয়ে গেলে ‘Save Draft’ করে ‘Next’ এ যেতে হবে।

• “Computation of Income and Tax”  এতে ক্লিক করতে হবে।

• এবার আয়করদাতাকে টিডিএস সংক্রান্ত সব তথ্য দিয়ে “Save Draft” করে Next-এ যেতে হবে। .

• “Taxes Paid and Verification” ট্যাবে গিয়ে এবার মোট কত কর দেওয়া হল এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের উল্লেখ করতে হবে।

• এবার “80G” tab -এ প্রয়োজনীয় তথ্য পূরণ করে  “Save Draft” করতে হবে, তারপর “Preview & Submit” করতে হবে।

•এবার একটা পপ আপ আসবে, আপনি কিছু পরিবর্তন করতে চান কিনা। যদি কোনও ভুল থাকে শুধরে নিতে হবে।

• ফাইল করা ফর্মটি ডাউনলোড করে রাখা ভালো। আপনার দেওয়া সমস্ত তথ্য যদি সঠিক হয়, “Submit” এ ক্লিক করুন।

" width="640" height="360" allowfullscreen="allowfullscreen" data-mce-fragment="1">

যারা ৩১ অগাস্টের আগে আয়কর ফাইল করতে পারবেন না, তাদের জরিমানা দিতে হবে। ২০১৭ থেকে এই জরিমানা দেওয়ার নিয়ম চালু হয়েছে।

Income Tax
Advertisment