Advertisment

ভোটার কার্ডের সঙ্গে আপনার ফোন নম্বর যুক্ত করবেন কী ভাবে?

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে ভোটার কার্ডের কোনও তথ্য সংশোধন করে নেওয়া যাবে বাড়ি বসেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক করানোর পদ্ধতি আগেই জানানো হয়েছিল। তবে ভোটার কার্ডের সঙ্গেও মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে অনেক সুবিধে হয়, জানতেন আপনি? ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে ভোটার কার্ডের কোনও তথ্য সংশোধন করে নেওয়া যাবে বাড়ি বসেই।

Advertisment

ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্তিকরণের পদ্ধতি:

১) ‘ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টাল’-এর ওয়েবসাইটে ‘লগ-ইন’ করতে হবে। ক্লিক করতে হবে https://www.nvsp.in/ -এই লিঙ্কে।

২) লগ-ইন’ করার পর নতুন ব্যবহারকারীরা ‘ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার’- এখানে ক্লিক করুন।

৩) এখানে ‘মোবাইল নম্বর’ এর জায়গায় নিজের বৈধ মোবাইল নম্বরটি এন্টার করুন।

আরও পড়ুন, ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন? জেনে নিন পদ্ধতি

৪) এ বার ‘ক্যাপচা কোড’ দিন।

 ৫) ‘সেন্ড ওটিপি’ অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি চলে আসবে যা দিয়ে পরবর্তী কাজগুলি করতে হবে।

৬) এ বার ‘আই হ্যাভ এপিক নম্বর’-এ ক্লিক করেএপিক নম্বর’টি দিন।  তা না থাকলে, ‘আই ডোন্ট হ্যাভ এপিক নম্বর’-এ ক্লিক করুন এবং নিজের নাম, পদবি দিয়ে পরবর্তী নির্দেশ অনুসরণ করুন।

আরও পড়ুন, আধার কার্ডের ছবি বদলাতে লাগবেনা কোনও নথি

 ৭) এ বার একটি বৈধ ইমেল আইডি দিতে হবে, সেখানেই আপনার ভোটার কার্ডের আপডেট সম্পর্কিত যাবতীয় তথ্য আসবে।

৮) পরবর্তীকালে আপডেটের জন্য একটি পাসওয়র্ড তৈরি করতে হবে।

৯) এরপর রেজিস্টার অপশনে ক্লিক করলেই আপনার মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে ভোটার কার্ডের সঙ্গে।

অথবা মোবাইলে প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারেন ভোটার হেল্প লাইন অ্যাপ

Advertisment