Provident Fund Withdrawal Process Online 2019:
না, দিনের পর দিন কাগজে চল্লিশটা সই সাবুদ করে পিপিএফ থেকে টাকা তুলতে হচ্ছে, সেই দিন আর নেই। এখন ইপিএফও মেম্বার পোর্টালের মাধ্যমেই অনলাইনে তুলতে পারবেন টাকা। তবে আপনার ইউনিক অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধারের তথ্য আগে থেকে যাচাই করা থাকলে তবেই এই উপায়ে টাকা তুলতে পারবেন আপনি।
ইপিএফওর অফিসিয়াল ওয়েবসাইট https://epfindia.gov.in. এ গিয়ে “For Employees” বিভাগে যেতে হবে। তারপর “Our Services”ট্যাবে যেতে হবে।
https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ এই পেজে ইউনিক অ্যাকাউন্ট নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
“Digitally Approved KYC” বিভাগে গিয়ে নিজের কেওয়াইসি মিলিয়ে নিতে হবে। প্যান, আধার আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে নিতে হবে। সব তথ্য ঠিক থাকলে
“Online Service” ট্যাবে গিয়ে “CLAIM (FORM – 31, 19, 10C & 10D)-তে ক্লিক করতে হবে। এবার নতুন পেজ খুলবে। সেখানে PF Withdrawal/PF Advance/Pension Withdrawal এই অপশনগুলির মধ্যে আপনাকে বেছে নিতে হবে আপনার প্রয়োজনীয়টা। তার জন্য আপনার ব্যাঙ্ক চেকের একটা স্ক্যান্ড কপি আপলোড করতে হবে।
তবে পিএফ থেকে টাকা তুলতে গেলে পেনশন বেনেফিট তুলে নেওয়া বাধ্যতামূলক নয়।