Advertisment

২০১৯-২০ অর্থবর্ষের কর সাশ্রয়ী বিনিয়োগের সময়সীমা বাড়াল কেন্দ্র

গত সপ্তাহেই ২০১৮-১৯ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়সীমা ৩১ জুলাই ২০২০ অবধি বাড়িয়ে দেওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করদাতাদের স্বস্তি দিচ্ছে কেন্দ্র

করদাতাদের স্বস্তি দিতে ফের বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার। করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক প্রেক্ষাপটে ২০১৯-২০ অর্থবর্ষের কর সাশ্রয়ী বিনিয়োগের সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই করল আয়কর দফতর।

Advertisment

বৃহস্পতিবারই আয়কর দফতরের তরফে একটি টুইট করে বলা হয় " ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ট্যাক্স সেভিংস ইনভেস্টমেন্ট/পেমেন্টস দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই, ২০২০ করা হল।"

উল্লেখ্য আয়কর আইনে কর ছাড়ের বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে কর সাশ্রয়ী বিনিয়োগও আছে। আইনানুসারে, 80 সি (জীবন বীমা বা এলআইসি), পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) ইক্যুইটি-লিংকড সেভিং স্কিম ( ইএলএসএস), 80 ডি (চিকিৎসা বীমা), 80 জি (অনুদান)- এই বিষয়গুলিকে কর সাশ্রয়ী বিনিয়োগ হিসেবেই ধরা হয়।

গত সপ্তাহেই ২০১৮-১৯ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার সময়সীমা ৩১ জুলাই ২০২০ অবধি বাড়িয়ে দেওয়া হয়।

Read the story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Income Tax
Advertisment