Advertisment

আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে কাজ করবে না প্যান কার্ড

চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান-আদার লিঙ্ক করাতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আধার-প্যান সংযোগের শেষ সময়সীমা ৩১ মার্চ।

প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়েছেন কি? চলতি বছরের ৩১ মার্চের মধ্যে তা না করলে চরম বিপদে পড়তে হতে পারে৷ইনকাম ট্যাক্স আইনের ১৩৯ (এএ) ধারা অনুযায়ী, আপনার প্যান কার্ড বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে ৷

Advertisment

আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত ৩০.৭৫ কোটি মানুষ এই সংযোগের কাজ করে ফেলেছেন। এখনও প্রায় ১৭.৫৮ কোটি মানুষের প্যান-আধার সংযোগ বাকি রয়েছে।

আরও পড়ুন: প্যানের সঙ্গে আধার লিঙ্ক করাননি এখনও? পদ্ধতি জেনে নিন

যদি প্যানের সঙ্গে আধার লিঙ্ক না করান তাহলে একাধিক সমস্যায় পড়তে পারেন আপনি৷বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অনলাইন আইটিআর ফাইল করতে পারবেন না আপনি৷ট্যাক্স রিটার্ন করার সময় সমস্যায় পড়তে পারেন৷কারণ, বাতিল হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড ৷

publive-image

উল্লেখ্য, ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করতে পারবেন আপনি। পোর্টাল খোলার পর ‘Link Aadhaar’-এ ক্লিক করলে, নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে যথাস্থানে আপনার আধার নম্বর ও প্যান কার্ডের নম্বর ও নাম নথিভুক্ত করুন। পাশাপাশি আধারে যদি জন্মতারিখের উল্লেখ থাকে তাহলে ক্লিক করুন চেক বক্সে। তারপর স্ক্রিনে আসা ক্যাপচা যথাস্থানে লিখে ফেলুন। এছাড়া বেছে নিতে পারেন ‘ওয়ান টাইম পাসওয়ার্ড’ পদ্ধতিও। তারপর ক্লিক করুন ‘লিঙ্ক আধার’-এ ।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুনআধার-প্যান

pan card Aadhaar Card
Advertisment