ডুবতে বসা ইয়েস ব্যাঙ্কের সংকট মোচনে এবার পাশে দাঁড়াল বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই। শুক্রবার ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে ইয়েস ব্যাঙ্কে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত তারা।
সে ক্ষেত্রে ১০ টাকা হারে ১০০ কোটির ইকুয়িটি শেয়ার কিনবে আইসিআইসিআই ব্যাঙ্ক।
আরও পড়ুন: ইয়েস সংকট: ৪৪ সংস্থার নামে অনুমোদিত ৩৪ হাজার কোটির ‘মন্দ ঋণ’
ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে আসরে নামল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ইয়েস ব্যাঙ্কেরর ৪৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই। শনিবার এই সিদ্ধান্তের কথা জানান এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার। চেয়ারম্যানের ঘোষণা সমস্যা জর্জরিত ইয়েস ব্যাঙ্কের শেয়ার কিনতে এসবিআইয়ের ব্যায় হবে ২, ৪৫০ কোটি টাকা।
এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার জানিয়েছেন যে, ইয়েস ব্যাঙ্কের শেয়ার কেনার বিষয়ে সোমবার রিজার্ভ ব্যাঙ্ককে বিস্তারিত জানানো হবে। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, ইয়েস ব্যাঙ্কের গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। প্রত্যেকের আমানত সুরক্ষিত রয়েছে। প্রাথমিকভাবে সমস্যা হলেও কোনও গ্রাহকেরই টাকা নষ্ট হবে না।