Advertisment

Air India-র CEO হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান ইলকার আইসি-র

তবে, ইলকার আইসি-র সিদ্ধান্ত নিয়ে মুখ খুলতে চায়নি টাটা গোষ্ঠী।

author-image
IE Bangla Web Desk
New Update
Ilker Ayci turns down MD and CEO role by Air India

ইলকার আইসি

এয়ার ইন্ডিয়ার এমডি ও সিইও পদ প্রত্যাখ্যান করলেন ইলকার আইসি। তুর্কি ভাষায় ই-মেলে এক প্রেস রিলিজের মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

Advertisment

এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেছে টাটা গোষ্ঠী। এরপর গত ১৪ ফেব্রুয়ারি টাটা গোষ্ঠী ঘোষণা করে যে, টার্কিশ এয়ারলাইনসের প্রাক্তন চেয়ারম্যান ইলকার আইসিকে এয়ার ইন্ডিয়ার সিইও ও এমডি পদে নিযুক্ত করা হবে। সেই ঘোষণার মাত্র দুই সপ্তাহ পরেই নিজের পদ প্রত্যাখ্যান করেছেন আইসি।

এক বিবৃতিতে আইসি জানিয়েছেন যে, 'আমি এই উপসংহারে পৌঁছেছি যে, এই ধরনের বর্ণনার ছায়ায় অবস্থান গ্রহণ করা সম্মানজনক সিদ্ধান্ত হবে না।' আইসি-র নিয়োগ স্বরাষ্ট্রমন্ত্রকের সুরক্ষা বিষয়ক ছাড়পত্র সাপেক্ষে এবং ১লা এপ্রিল বা তার আগে আইসি-র দায়িত্বে যোগ দেওার কথা ছিল।

তবে, ইলকার আইসি-র সিদ্ধান্ত নিয়ে মুখ খুলতে চায়নি টাটা গোষ্ঠী।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়াকে পরিচালনার জন্য এমডি ও সিইও পদে টাটাদের পছন্দকে সমালোচনা করেছিল আরএসএস অনুমোদিত স্বদেশী জাগরণ মঞ্চ। সংগঠনের তরফে ইলকার আইসির সঙ্গে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়িপ এরদোগানের সম্পর্ক নিয়ে 'উদ্বেগ' প্রকাশ করা হয়।

Read in English

Air India Tata Sons
Advertisment