Advertisment

ভারতের আর্থিক মন্দা সাময়িক: আইএমএফ প্রধান

জোর্জিয়েভার কথায়, 'ভারতের অর্থনৈতিক মন্দা সাময়িক। আগামী কিছুদিনের মধ্যেই তার উন্নতি হবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভারতের জাতীয় আয় বৃদ্ধির হার ক্রমশ নিম্নমুখি। গত কয়েক বছরের তুলনায় যা রেকর্ড। এই নিম্নমুখিতাকে অবশ্য 'সাময়িক' বলেই দাবি করেছেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান ক্রিষ্টিয়ানা জোর্জিয়েভা। তাঁর কথায়, 'ভারতের অর্থনৈতিক মন্দা সাময়িক। আগামী কিছুদিনের মধ্যেই তার উন্নতি হবে।'

Advertisment

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য রাখছিলেন জোর্জিয়েভা। সেখানেই ভারতের অর্থনৈতির নিম্নমুখিতা প্রসঙ্গে কথা বলেন তিনি। আগামী দিনে বিশ্বের অর্থনৈতিক মন্দা কাটতে চলেছে বলেও দাবি করেন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান। তিনি বলেন, 'মার্কিন-চীন প্রথম পর্যায়ের বাণিজ্য চুক্তি এবং কর শুল্কের সামঞ্জস্যবিধানের ফলে বাণিজ্য উত্তেজনা হ্রাস পেয়েছে।'

আরও পড়ুন:  সাবেক ক্যাডবেরির স্বস্তি, ভয়ঙ্কর কর ফাঁকির অভিযোগের নিষ্পত্তি

দেশের আর্থিক বৃদ্ধির হার ৫.৮ শতাংশ ধরা হলেও ২০২০ সালের জানুয়ারিতে দেখা যাচ্ছে তা প্রায় ১.২ শতাংশ কম। ২০১৯-২০ অর্থবর্ষের জুলাই-আগস্টে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৪.৫ শতাংশ। বৃদ্ধির এই হার বিশ্ব অর্থনীতির জন্যও বেশ হতাশার।

ক্রিষ্টিয়ানা জোর্জিয়েভা জানান, 'অর্থনৈতিক বৃদ্ধির হার বেশ কম। অর্থনৈতিক উন্নয়নের জন্য আরও আক্রমণাত্মক নীতি ও পরিকাঠামোগত সংস্কারের প্রয়োজন।' দাভোসে চলছে আইএমএফের সম্মলন। সেখানে ২০১৯ সালের তুলনায় অর্থনীতির বৃদ্ধির হার ৩.৩ শতাংশ ধার্য করা হয়েছে। এই পরিমান ২১ সালের জন্য ধার্য হয়েছে ৩.৪ শতাংশ।

Read the full story in English

indian economy
Advertisment