Advertisment

কীভাবে জানবেন ইনকাম ট্যাক্স রিফান্ডের পরিমাণ?

আয়কর বিভাগ এই রিফান্ড "শুধুমাত্র" করদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফার করবে, যার জন্য তাঁদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে PAN নম্বর।

author-image
IE Bangla Web Desk
New Update
itr refund status online

ফাইল ছবি

Income Tax (ITR) Refund Status Online 2019-20: ২০১৯-২০ অর্থবর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর রিটার্ন (আইটিআর) জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। যদি আপনার এক অর্থবর্ষে মোট আয় হয় ২.৫ লক্ষ টাকার বেশি - সেকশন ৮০সি এবং ৮০ইউ এর আওতায় ছাড় বাদে - তবে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। কিন্তু যদি আপনি প্রকৃত কর দায়ের অতিরিক্ত ট্যাক্স দিয়ে থাকেন, তাহলে ইনকাম ট্যাক্স রিফান্ড বা প্রত্যর্পণ দাবি করতে পারেন।

Advertisment

মনে রাখবেন, আয়কর বিভাগ এই রিফান্ড "শুধুমাত্র" করদাতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফার করবে, যার জন্য তাঁদের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে PAN নম্বর। আয়কর বিভাগের তরফেও জানানো হয়েছে, "১ মার্চ, ২০১৯ থেকে শুধুমাত্র ই-রিফান্ড" করা হবে, এবং প্রাপ্য অর্থ জমা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

এখন পর্যন্ত নিয়ম ছিল, পরিস্থিতি এবং শ্রেণী বিশেষে করদাতারা তাঁদের প্রাপ্য রিফান্ড হয় তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অথবা অ্যাকাউন্ট পেয়ি চেকের মাধ্যমে ফেরত পেতেন।

কীভাবে জানবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে PAN যুক্ত হয়েছে কি না? লগ ইন করুন আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে

সম্প্রতি আয়কর রিটার্ন জমা করতে উদ্যত করদাতাদের জন্য আধার এবং প্যান কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলে থাকতে হবে এবছরের ৩১ মার্চ পর্যন্ত।

যে কোনও একক ব্যক্তি (ইন্ডিভিজুয়াল) কর জমা করতে পারেন হয় ই-ফাইলিং ওয়েবসাইটের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, অথবা এই সাইট থেকে ডাউনলোড করা এক্সেল ইউটিলিটিতে বিশদ তথ্য ভরে ফের সেটিকে ই-ফাইলিং ওয়েবসাইটে আপলোড করে।

সমস্ত কর জমা পড়ে গেলে আয়কর বিভাগের তরফে বেশ কয়েকটি ধাপে রিটার্ন নথিভুক্ত হবে। যদি রিফান্ড প্রাপ্য হয়, করদাতাকে ই-মেইল অথবা এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

আপনার রিফান্ড কোন পর্যায়ে রয়েছে, তা জানতে পারবেন আয়কর বিভাগের ই-ফাইলিং পোর্টাল অথবা NSDL ওয়েবসাইটের মাধ্যমে।

কীভাবে অনলাইনে পরীক্ষা করবেন ইনকাম ট্যাক্স রিফান্ডের স্ট্যাটাস:

প্রথম ধাপ: আয়কর বিভাগের অনলাইন পোর্টালে যান

দ্বিতীয় ধাপ: ইউজার আইডি, পাসওয়ার্ড, জন্মতারিখ/করদাতা হিসেবে নথিভুক্ত হওয়ার তারিখ এবং ক্যাপচা দিয়ে লগ ইন করুন

তৃতীয় ধাপ: 'My Account' এ গিয়ে 'Refund/Demand Status' এ ক্লিক করুন

চতুর্থ ধাপ: নিচে দেওয়া তথ্যগুলি দেখতে পাবেন

Assessment Year
Status
Reason (For Refund Failure if any)
Mode of Payment

পঞ্চম ধাপ: করদাতা এবার তাঁর রিফান্ড/ডিম্যান্ড স্ট্যাটাস দেখতে পাবেন

Income Tax
Advertisment