২০২০-২১ এর কেন্দ্রীয় বাজেট দেশের মধ্যবিত্ত শ্রেণির জন্য নিয়ে আসতে পারে খানিকটা স্বস্তির খবর। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের দুই উচ্চপদস্থ আধিকারিক সূত্রে এই খবর পাওয়া গিয়েছে।
এর মাঝে দেশের আর্থিক বৃদ্ধির হার বাড়ানোর জন্য আয়করের বোঝা কমানো নিয়ে আলোচনা করেছে কেন্দ্র। অর্থনীতিতে চাহিদা তৈরির জন্য আয়করের বোঝা কমানো ফলপ্রসূ হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন, প্যানের সঙ্গে আধার লিঙ্ক করাননি এখনও? পদ্ধতি জেনে নিন
এক কেন্দ্রীয় আধিকারিক সূত্রে খবর মধ্যবিত্তের আয়করের বোঝা ১০ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা করছে সরকার। অর্থাৎ এর আগে এক ব্যক্তিকে যদি বার্ষিক ১ লক্ষ টাকা কর দিতে হতো, তবে নতুন নিয়ম অনুযায়ী ১০ হাজার টাকা কর বাঁচানো সম্ভব হবে।
জনৈক আধিকারিকের মতে, "আমরা একাধিক বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা করছি। মধ্যবিত্তের ওপর থেকে সমস্ত রকমের বাড়তি কর তুলে দেওয়ার কথা ভাবছি আমরা।
রিয়েল এস্টেট বর্তমানে দেশের অর্থনীতির একটি বড় ভিত্তি, তাই বাড়ি কিনলে মধ্যবিত্তকে করছাড় দেওয়ার কথাও ভেবেছে কেন্দ্র।