Advertisment

ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময়সীমা আসন্ন, কী করণীয় জেনে নিন

আপনার বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হলে ট্যাক্স রিটার্ন জমা করা বাধ্যতামূলক। করদাতাদের সুবিধার্থে, দ্রুত কর জমা করতে 'লাইট' ই-ফাইলিংয়ের ব্যবস্থাও করেছে আয়কর বিভাগ। 

author-image
IE Bangla Web Desk
New Update
income tax returns 2019-20

প্রতীকী ছবি

ITR (Income Tax Returns) Filing 2019-20: আগামী ৩১ অগাস্ট আপনার আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। আপনার বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার বেশি হলে ট্যাক্স রিটার্ন জমা করা বাধ্যতামূলক। করদাতাদের সুবিধার্থে, দ্রুত কর জমা করতে 'লাইট' ই-ফাইলিংয়ের ব্যবস্থাও করেছে আয়কর বিভাগ।

Advertisment

সম্প্রতি তাঁর বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ প্রস্তাব দেন, আধার এবং প্যান কার্ড কিছু ক্ষেত্রে একে অপরের বিকল্প হিসেবে ব্যবহৃত হোক, যাতে কারোর প্যান কার্ড না থাকলেও আধার কার্ডের নম্বরের সাহায্যে কর জমা করতে পারেন। এই প্রস্তাব রূপায়িত হতে চলেছে ১ সেপ্টেম্বর থেকে।

২০১৯-২০ অর্থবর্ষের আইটি রিটার্ন (ITR) জমা দিতে গেলে যা জানা দরকার

ITR forms

ITR 1 - অনলাইন বা অফলাইন, উভয়তই জমা দিতে পারেন এই ফর্ম। যাঁদের মোট বার্ষিক আয় ৫০ লক্ষ টাকার কম, এবং আয়ের উৎস বেতন বা পেন্সন, অন্তত একটি বাড়ি, অন্যান্য খাত (লটারি এবং রেসের ঘোড়া থেকে আয় বাদে), তাঁদের জন্য এই ফর্ম।

ITR 2 - ব্যক্তি করদাতা এবং অবিভক্ত হিন্দু পরিবার (HUF) যাঁরা কোনও মালিকানাধীন ব্যবসা বা অন্য কোনও উদ্যোগ চালান না। এক্ষেত্রে শুধুমাত্র অনলাইনেই কর জমা দেওয়া যাবে।

ITR 3 - যেসব ব্যক্তি করদাতা এবং অবিভক্ত হিন্দু পরিবার (HUF) কোনও মালিকানাধীন ব্যবসা অথবা উদ্যোগ থেকে আয় করেন। শুধুমাত্র অনলাইনে জমা দেওয়া যাবে রিটার্ন।

ITR 4 - ব্যবসা বা পেশা থেকে আনুমানিক আয়ের ক্ষেত্রে এই ফর্ম। অফলাইন এবং অনলাইন জমা করতে পারবেন এই ফর্ম

ITR 5 - যেসব করদাতা একক, বা HUF, বা সংস্থা নন, অথবা ফর্ম ITR 7-এর আওতায় কর জমা করছেন না, তাঁদের জন্য এই ফর্ম। এক্ষেত্রেও স্রেফ অনলাইনেই জমা দিতে পারবেন রিটার্ন।

ITR 6 - যেসব সংস্থা অনুচ্ছেদ ১১-র অধীনে কর ছাড় দাবি করছে, সেসব সংস্থা বাদে বাকিদের জন্য এই ফর্ম, জমা করা যাবে স্রেফ অনলাইন।

ITR 7 - ইনকাম ট্যাক্স অ্যাক্টের অনুচ্ছেদ 139(4A) বা 139(4B) বা 139(4C) বা 139(4D) বা 139(4E) বা 139(4F) এর আওতায় যাঁরা কর জমা দিচ্ছেন, তাঁদের জন্য. স্রেফ অনলাইনে জমা করা যাবে।

অনলাইনে কীভাবে জমা দেবেন ITR?

১। ই-ফাইলিং ওয়েবসাইটে নিজের ইউজার আইডি, পাসওয়ার্ড, জন্ম তারিখ/ অন্তর্ভুক্ত হওয়ার তারিখ, এবং ক্যাপচা দিয়ে লগ ইন করুন

২। ই-ফাইল বিভাগে গিয়ে 'Prepare and Submit ITR Online' বোতামে ক্লিক করুন

৩। ITR 1 অথবা ITR 4S ফর্ম এবং অর্থবর্ষ বেছে নিন

৪। সংশ্লিষ্ট তথ্য ভরে 'Submit' বোতামে ক্লিক করুন

৫। ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট (DSC) প্রযোজ্য হলে তা আপলোড করুন, তারপর সাবমিট করুন

Income Tax
Advertisment